<![CDATA[
ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশের পর এবার টিকিট সংগ্রহে মুখিয়ে দর্শকরা। চলতি মাসের প্রথম সপ্তাহে টিকিট বিক্রির কার্যক্রম শুরুর কথা রয়েছে। ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনোমিক টাইমসের বরাতে জানা গেছে, শিগগিরই আইসিসির ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা।
অপেক্ষার পালা শেষ হতে চলেছে। চলছে বিশ্বকাপের হান্ড্রেড ডেইজের কাউন্ট ডাউনও। ইতোমধ্যে সূচিও প্রকাশ পেয়েছে। সূচি ঘোষণার পর থেকেই কয়েকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট ভক্তদের মাথায়- বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে কবে, কোথায় এবং কীভাবে টিকিট সংগ্রহ করতে হবে, কত মূল্য নির্ধারণ করা হয়েছে বিশ্বকাপের টিকিটের!
গত ২৭ জুন বিশ্বকাপের সূচি ঘোষণার পর শোনা যাচ্ছিল টিকিট বিক্রি শুরু হবে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে। এবার দ্য ইকোনোমিক টাইমসের বরাতে জানা গেছে, শিগগিরই আইসিসির ওয়েবসাইটে উন্মুক্ত করা হবে কাঙ্খিত টিকিট। ওয়েবসাইটে টিকিট ছাড়ার পর প্রি-বুকিংয়ের সিস্টেম থাকছে।
আরও পড়ুন: এ সপ্তাহেই ঘোষণা হতে পারে এশিয়া কাপের সূচি
শুধু আইসিসির ওয়েবসাইট নয়, দর্শকদের জন্য ভিন্ন মাধ্যমেও টিকিট সংগ্রহের ব্যবস্থা রাখছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির ওয়েবসাইটের পাশাপাশি অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম বুক মাই শো, পেটিএম ইনসাইডার্স থেকেও পাওয়া যাবে টিকিট।
সবার আগ্রহের কেন্দ্রে বিশ্বকাপের টিকিটের দাম। কত টাকায় কেনা যাবে কাঙ্খিত টিকিট? ম্যাচ দেখার জন্য প্রতি টিকিট বাবদ দর্শকদের গুণতে হবে পাঁচ শ থেকে দশ হাজার রূপি। তবে ম্যাচ ও ভেন্যুর উপর ভিত্তি করে দাম পরিবর্তন হতে পারে।
আরও পড়ুন: তীরে এসে ডুবল তরী, বিশ্বকাপে থাকছেন না সিকান্দার রাজারা
ক্রিকেট বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ থাকে শীর্ষে। এবারও তার ব্যতিক্রম নয়। দর্শকদের চাহিদার কেন্দ্রে থাকা ম্যাচগুলোর টিকিট বুক করতে অপেক্ষার প্রহর গুনছেন অনেকে।
]]>