<![CDATA[
আইপিএলের ষোড়শ আসরে প্রথমবার ফাইনাল গড়াল রিজার্ভ ডে’তে। কিন্তু ভাগ্যদেবতা হয়তো তাতেও সন্তুষ্ট নন। রিজার্ভ ডে’তেও নেমে এসেছে বৃষ্টির থাবা। বৃষ্টির কারণে এই মুহূর্তে বন্ধ আছে ফাইনালের খেলা।
রোববারের (২৮ মে) মতো সোমবারও শঙ্কা ছিল বৃষ্টির। তবে সেই সম্ভাবনাকে পাশ কাটিয়ে নির্দিষ্ট সময়েই খেলা গড়িয়েছে মাঠে। শিরোপা নির্ধারণী লড়াইয়ে টস হেরে প্রথমে ব্যাটিং করেছে গুজরাট টাইটান্স। প্রথম ইনিংস শেষে সমাপনী অনুষ্ঠানও শেষ হয়েছে নির্বিঘ্নে। বিপত্তি বাধে দ্বিতীয় ইনিংসের শুরুতে। চেন্নাই ইনিংসের তিন বল পর নামে মুষলধারে বৃষ্টি।
গুজরাটের দেওয়া বড় লক্ষ্য তাড়ায় ব্যাটে নেমে তিন বল খেলে চার রান করেছেন চেন্নাইয়ের ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে।
আরও পড়ুন: সুদর্শন ঝড়ে বড় লক্ষ্য চেন্নাইয়ের
ম্যাচে ফলাফল পেতে হলে খেলা গড়াতে হবে ন্যুনতম পাঁচ ওভার। তবে বৃষ্টির কারণে খেলা আর মাঠে না গড়ালে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় গুজরাট হবে টানা দ্বিতীয়বারের চ্যাম্পিয়ন। তবে ফাইনাল ম্যাচ হওয়ায় ম্যাচের জন্য নির্ধারিত সময় থাকছে একটু বেশিই। তাই চেন্নাই ভক্তরা আশাবাদী হতেই পারেন।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বৃষ্টির কারণে ওভার কাটা গেলে ১৫ ওভারে চেন্নাইয়ের লক্ষ্য দাঁড়াবে ১৭১ রান। এছাড়া ১০ ওভার খেলা হলে ১২৩ এবং পাঁচ ওভারে ৬৬ রান করতে হবে ধোনির দলকে। তবে কতক্ষণ বৃষ্টি হলে ওভার কাটা হবে সেটি এখনও জানা যায়নি।
]]>