Skip to content

ওয়ারীর আগুন নিয়ন্ত্রণে | বাংলাদেশ

ওয়ারীর আগুন নিয়ন্ত্রণে | বাংলাদেশ

<![CDATA[

রাজধানীর ওয়ারীর টিপু সুলতান রোডে গ্যাস লাইনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট পানি ও বালি দিয়ে দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (৬ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি সংস্থাটি।

 

এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক দিনমনি শর্মা বলেন, ২টা ২৫ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। এখন পর্যন্ত ছয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

 

তিনি আরও বলেন, এখানে গ্যাসের ফ্লো অনেক বেশি। তবে আমরা ৬টা ইউনিট দিয়ে চেষ্টা করছি আগুন নিয়ন্ত্রণে আনতে। কিন্তু এখানে গ্যাসের ফ্লো বন্ধ না করা পর্যন্ত আমরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারবো না।

 

 আরও পড়ুন: রাজধানীর ওয়ারীতে গ্যাস লাইনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

 

এদিকে তিন নিরাপত্তাকর্মীসহ দগ্ধ ৬ জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।  ডিপিডিসি কর্তৃপক্ষকে দায়ী করে ক্ষতিপূরণ দাবি করেছেন বাসিন্দারা।

 

স্থানীয়রা বলছেন, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) হাইভোল্টেজ পাইপলাইনের কাজ করার সময় গ্যাস লাইনে আগুন লাগে। ডিপিডিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ বাসিন্দাদের।

 

 

 

 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *