<![CDATA[
দুইবার ফ্লাইট মিস করায় গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ দেয়া হয় শিমরন হেটমেয়ারকে। বিশ্বকাপের কোয়ালিফাই পর্ব না পেরোতে পারার লজ্জা নিয়ে সেবার বাড়ি ফিরতে হয় ক্যারিবীয় দলকে। পরিস্থিতি খারাপের দিকে মোড় নিলেও এরপর আর জাতীয় দলে ডাকা হয়নি বাঁহাতি এই ব্যাটারকে।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সাথে খেলোয়াড়দের কোন্দলের বিষয়টি এর আগেও সামনে এসেছে অনেকবার। বোর্ডের দাবি থাকে, খেলোয়াড়রা জাতীয় দায়িত্ব পালনে অবহেলা করে। আর খেলোয়াড়দের অভিযোগ থাকে, বোর্ড ক্রিকেটারদের তুচ্ছ-তাচ্ছিল্য করছে। এর আগে সুনীল নারিন, আন্দ্রে রাসেল এবং কাইরন পোলার্ডের মতো তারকারা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড নিয়ে প্রত্যকক্ষ এবং পরোক্ষ মন্তব্য করেছেন।
বোর্ডের রোষানলে পড়ে হেটমেয়ারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে জায়গা হারানোর প্রায় ছয় মাস পেরিয়েছে। তবে এখনও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। কারণ ফর্মে থাকা অবস্থায়ও আসন্ন ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বেও হেটমেয়ারকে ছাড়াই দল ঘোষণা করেছে ক্যারিবীয় বোর্ড।
আরও পড়ুন: বিশ্বকাপ বাছাইপর্বের জন্য উইন্ডিজের স্কোয়াড ঘোষণা
জুনে জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্বের জন্য ওয়েস্ট ইন্ডিজ তাদের স্কোয়াড ঘোষণা করেছে। যেখানে এক বছর পর দলে আবারও ডাক পেয়েছেন বোলিং অলরাউন্ডার কিমো পল। আর অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে সেই শাই হোপকে। বিশ্বকাপ বাছাইপর্বের মতো গুরুত্বপূর্ণ খেলায় বেশকিছু নতুন খেলোয়াড়কে দলে রাখলেও ডাক পাননি অভিজ্ঞ হেটমেয়ার।
আইপিএল খেলতে বর্তমানে ভারতে আছেন হেটমেয়ার। রাজস্থানের হয়ে চলতি মৌসুমে ব্যাট হাতে বেশ ভালোই পারফর্ম করছেন বাঁহাতি এই হার্ড হিটার। ১১ ইনিংসে ব্যাটিং করে ৩৬.৫ গড়ে করেছেন ২১৯ রান। নিয়মিতই দলের জয়ে ভূমিকা রাখছেন বাঁহাতি এই ব্যাটার।
আরও পড়ুন: এশিয়া কাপের অন্তত চার ম্যাচ আয়োজন করতে চায় পাকিস্তান
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের আগে শারজায় তিন ম্যাচের ওয়ানডে খেলবে সংযুক্ত আরব আমিরাত ও ওয়েস্ট ইন্ডিজ। ৫, ৭ ও ৯ জুন দিবারাত্রির এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হবে উইন্ডিজ-ইউএই। তারপর বাছাইপর্ব খেলতে জিম্বাবুয়ে যাবে ক্যারিবীয়রা। ওয়েস্ট ইন্ডিজ দলে বছরখানেক পর ডাক পেয়েছেন বোলিং অলরাউন্ডার কিমো পল। এ ছাড়া গুদাকেশ মতিকেও দলে ডেকেছে উইন্ডিজরা।
উইন্ডিজ দল: শাই হোপ (অধিনায়ক), রোভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), শামারহ ব্রুকস, ইয়ানিক ক্যারিয়াহ, কেসি কার্টি, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মায়ের্স, গুদাকেশ মতি, কিমো পল, নিকোলাস পুরান ও রোমারিও শেফার্ড।
]]>