Skip to content

কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এসআই জখম | বাংলাদেশ

কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এসআই জখম | বাংলাদেশ

<![CDATA[

কক্সবাজার শহরে আটকের চেষ্টার সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) জখম হয়েছেন। এ ঘটনায় ছোরাসহ এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

রোববার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের লাইটহাউস এলাকায় এ ঘটনা ঘটে।

আহত উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা কক্সবাজার শহর পুলিশ ফাঁড়িতে কর্মরত।

এ ঘটনায় আটক মেজবাউল হক মুন্না (২৩) কক্সবাজার শহরের ফুলবাগ এলাকার বাসিন্দা। ছিনতাইসহ নানা অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন: সুনামগঞ্জে বালু-পাথর খেকোদের রোষাণলে ওসি ও এসআই!

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, রোববার সকালে কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকার খুরুশকূল রাস্তার মাথায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনাটি অবহিত হওয়ার পর জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের একটি দল বিশেষ অভিযান শুরু করে।

আরও পড়ুন: খুলনায় চিকিৎসকের ওপর হামলায় সেই এএসআই প্রত্যাহার

মধ্যরাতে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের আবাসিক হোটেল জিয়া গেস্ট ইন-এর সামনে সন্দেহভাজন ৩-৪ যুবককে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ এগিয়ে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে একজনকে ধরে ফেলা হয়। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে আটক যুবক এসআই মো. সোহেল রানাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।

ওসি বলেন, পরে আহত এসআইকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়। তার পেট ও হাতে গুরুতর জখম রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *