Skip to content

কক্সবাজারে যুবলীগের সাধারণ সম্পাদককে বহিষ্কার, কমিটি বিলুপ্ত | বাংলাদেশ

কক্সবাজারে যুবলীগের সাধারণ সম্পাদককে বহিষ্কার, কমিটি বিলুপ্ত | বাংলাদেশ

<![CDATA[

কক্সবাজারে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা লঙ্ঘন ও গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেলকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন না হওয়ায় জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত করা হয়।

প্রসঙ্গত, ১২ জুনের নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করছেন মাসেদুল হক রাশেদ। যদি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ইতোমধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রাশেদের ছোট্ট ভাই কক্সবাজার সদর উপজেলায় আওয়ামী লীগ মনোনয়নে নির্বাচিত চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল। তিনি ছাত্রলীগের সাবেক দায়িত্বশীল নেতা এবং দীর্ঘদিনের জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। 

আরও পড়ুন: কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদককে নোটিশ

সর্বশেষ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিবের দায়িত্ব প্রাপ্ত হন। তাকেও বহিষ্কার করা হয়েছে। তাদের বোন জেলা যুব মহিলা লীগের সভানেত্রী তাহমিনা চৌধুরী লুনা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এক ভাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল। ওই সময় তিনি বহিষ্কার হন। মেঝ ভাই শাহিদুল ইসলাম সোহেল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সর্বশেষ বহিষ্কার করা হল।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *