<![CDATA[
নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে মো. নুর আলম (৩৫) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
রোববার (২৮ মে) রাত পৌনে ৯টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ছমিরমুন্সিরহাট বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক মো. নুর আলম কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মৃত কালা মিয়ার ছেলে।
আরও পড়ুন: ক্যাম্প থেকে পালানোর সময় ২০ রোহিঙ্গা আটক
জানা যায়, কক্সবাজারের উখিয়া থেকে পালিয়ে তিনি প্রথমে চট্টগ্রামে যান। পরে চট্টগ্রাম থেকে নোয়াখালীর ছমিরমুন্সিরহাট বাজারে যান। সেখানে স্থানীয় লোকজন তাকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে আটক করেন। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন তিনি। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
সেনবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীন জানান, আটক যুবককে জিজ্ঞাসাবাদ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
]]>