Skip to content

কঙ্গনায় মুগ্ধ সালমান, ভিডিও ভাইরাল | বিনোদন

No description available.

<![CDATA[

বলিউডের তিন খানের মধ্যে সালমানের সঙ্গে সম্পর্ক তুলনামূলক ভালো অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। সম্প্রতি ভাইজানের সঙ্গে পুরোনো একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী।

সালমান খানের একসময়ের জনপ্রিয় টিভি শো ‘দশ কা দম’-এ উপস্থিত হয়েছিলেন কঙ্গনা। সেই টিভি শো-র একটি অংশ ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন তিনি। যেটা নিয়েই চলছে তুমুল আলোচনা।

 

কঙ্গনার স্টোরি

ওই ভিডিওতে কঙ্গনাকে মাধুরী দীক্ষিতের জনপ্রিয় ‘ধক ধক কারনে লাগা’ গানে নাচতে দেখা যায়। সেটাও লেহেঙ্গা পরে। এ সময় অভিনেত্রীর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন সালমান।

আরও পড়ুন: ক্যাটরিনার ফিরিয়ে দেয়া ৪ সিনেমা করে সফল দীপিকা

ভিডিওটিতে সালমানকে ট্যাগ করে কঙ্গনা লিখেছেন: ‘দশ কা দম’-ও মাই গড! এস কে (সালমান খান) আমাদের এত কম বয়সী দেখাচ্ছে কেন? তার মানে কি আমরা বুড়ো হয়েছি?’

কঙ্গনার এই ভিডিও ও ক্যাপশনে ভক্তরাও বেশ মজা পেয়েছেন। কেউ লিখেছেন, ‘ও মাই গড ওদের দুজনেই পছন্দ করি, ওদের একসঙ্গে সিনেমায় দেখার জন্য মরিয়া হয়ে অপেক্ষা করছি।’

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আবার কেউ লিখেছেন, ‘বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে সুন্দরী অভিনেতা ও অভিনেত্রী।’

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে বিয়ে, অক্টোবরেই মা হচ্ছেন অভিনেত্রী

প্রসঙ্গত, সালমান খানকে শিগগিরই ‘টাইগার-থ্রি’ সিনেমায় দেখা যাবে। আর কঙ্গনাকে দেখা যাবে ‘ইমার্জেন্সি’তে ইন্দিরা গান্ধীর ভূমিকায়।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *