<![CDATA[
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আফতাব আহমদ আর নেই। সোমবার (৩ জুলাই) রাত ১০টার দিকে বনানীর ইয়র্ক হাসপাতালে তিনি মারা গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, হৃদরোগসহ একাধিক জটিল রোগে আক্রান্ত ছিলেন আফতাব আহমেদ। গত তিন মাস থেকে গুরুতর অসুস্থ ছিলেন তিনি।
আফতাব আহমেদের কবি ও লেখক হিসেবে পরিচিতি রয়েছে। তিনি অভিনেত্রী আয়েশা আখতারের ছেলে।
আরও পড়ুন: নাট্যশিল্পী মিতা চৌধুরী আর নেই
প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর আফতাব আহমেদ প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খানের সঙ্গে ২০১৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি ছিল তার দ্বিতীয় বিয়ে।
]]>