<![CDATA[
জয়পুরহাটে ট্রেনের টিকেট কালোবাজারে বিক্রি করার অভিযোগে শফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ জুলাই) বিকেলে জয়পুরহাট পৌর শহরের রেলস্টেশন সড়কে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসাইন এ জরিমানা করেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় চিহ্নিত টিকিট কালোবাজারি গ্রেফতার
বিচারক মো. শামীম হোসাইন জানান, শফিকুল ইসলাম মাস্টার তার নিজস্ব কম্পিউটার দোকানে দীর্ঘদিন থেকে বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন নাম্বার ব্যবহার করে অনলাইনের মাধ্যমে বিপুল পরিমাণ টিকেট কেটে দ্বিগুণ দামে বিক্রি করে আসছিলেন। সোমবার বিকেলে শফিকুল ইসলামের মাস্টার কম্পিউটার দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময়ে কালোবাজারে টিকেট বিক্রি করার তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে তার দোকানটি সিলগালা করে দেয়া হয়েছে।
এদিকে বিভিন্ন অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত করা হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রট শামীম হোসাইন।
]]>