Skip to content

করতোয়ায় ভেসে উঠছে মরা মাছ | বাংলাদেশ

করতোয়ায় ভেসে উঠছে মরা মাছ | বাংলাদেশ

<![CDATA[

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করতোয়া নদীর কয়েক কিলোমিটার এলাকা জুড়ে আকস্মিকভাবে মাছ মরে ভেসে ওঠার ঘটনা ঘটেছে। ছোট মাছের পাশাপাশি বড় মাছ প্রায় নিস্তেজ হয়ে ভেসে উঠছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

বৃহস্পতিবার (৪ মে) দিনভর উপজেলার ভজনপুর- দেবনগড় ইউনিয়নের সীমান্ত এলাকার করতোয়া নদীতে এ চিত্র দেখা মিলে। এসব মাছ ধরতে নদীর দুই পাড়ে স্থানীয়দের ভিড় ছিল দিনভর। 

মাছ মারা যাওয়ার কারণ নিশ্চিত করতে পারেনি কেউ। ঘটনার পর মৎস্য বিভাগের লোকজন ঘটনাস্থল পরির্দশন করলেও কোনো পরীক্ষা নিরীক্ষার জন্য মাছ সংগ্রহ করেননি। এছাড়া এসব মাছ খাওয়ার বিষয়েও স্থানীয়দের সতর্ক করা হচ্ছে না।

 

তবে কর্মকর্তারা বলছেন, নদীটির উজানে ভারতীয় অংশ থেকেই এই সমস্যার শুরু।  অন্যদিকে নদীর পানিতে কীটনাশক জাতীয় কোনো দ্রব্য মিশে যাওয়ায় এমনটি ঘটে থাকতে পারে বলেও ধারণা তাদের। 

 

আরও পড়ুন: নেমে গেছে পানির স্তর, মাছ উৎপাদন ব্যাহত

 

বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা জমিরুল ইসলাম সময় সংবাদকে বলেন, করতোয়া নদীর মাছ মরে ভেসে উঠছে এমন খবর পেয়ে আমরাও নেমে পড়ি। প্রায় দুই কেজি মাছ পেয়েছি।

আনোয়ার হোসেন সময় সংবাদকে বলেন, কেন এমনটা হলো বুঝলাম না। তবে ঘটনার পর থেকে স্থানীয়রা মরা মাছ ধরতে নদীতে নেমে পড়েছে। সে সুবাদে আমিও মাছ ধরেছি। মাছগুলো তেমন নড়াচড়া করছিল না। কীটনাশক জাতীয় কোনো জিনিস নদীর পানিতে মিশে যাওয়ায় এমনটা হতে পারে। তবে এই মাছ খেলে ক্ষতি হবে কি না তা নিয়ে চিন্তিত অনেকেই।

আরও পড়ুন: তীব্র দাবদাহে হালদায় ডিম ছাড়েনি মা মাছ

এদিকে করতোয়া নদীর একটি অংশের মধ্যে অভয়াশ্রমও রয়েছে। উজানে ভারতীয় অংশ থেকে এই সমস্যা সৃষ্টি হয়েছে বলে সময় সংবাদকে জানান তেঁতুলিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *