<![CDATA[
কর্ণফুলী নদীর সৌন্দর্য উপভোগ করতে চালু হচ্ছে বিশেষ বোট সার্ভিস। শাহ আমানত সেতু হয়ে কর্ণফুলীর মোহনা পর্যন্ত ঘুরে বেড়াতে অত্যাধুনিক দুটি বোট নামানো হবে বেসরকারি উদ্যোগে।
নির্ধারিত ভাড়ায় ঘুরে দেখা যাবে কর্ণফুলী নদীর নানা পয়েন্ট। পর্যটকদের জন্য এমন সুযোগ করে দিচ্ছে ‘প্রান্তিক মেরিন’ নামে একটি প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক জিয়াউল হাসান লিয়ন বলেন, প্রাথমিকভাবে আমরা দুইটি বোট চালু করতে যাচ্ছি। একেকটি বোটে ১০ জন করে ঘুরতে পারবে। পরবর্তীতে আমরা আরও নিত্য নতুন ব্যবস্থা নিয়ে আসবো এই কর্ণফুলী নদীর সৌন্দর্য উপভোগ করাতে।
এ অবস্থায় কর্ণফুলী নদীর সৌন্দর্য উপভোগের সুযোগ করে দিতে বেসরকারি একটি প্রতিষ্ঠান দুটি বিশেষ বোট নামাতে যাচ্ছে নদীর বুকে।
আরও পড়ুন: কর্ণফুলী নদী বাঁচাতে ‘সাম্পান র্যালি’
‘প্রান্তিক মেরিন’ এর পরিচালক মো. রাদ সারোয়ার বলেন, আমাদের দেশের মানুষ কর্ণফুলীকে দেখার সুযোগ পায় না। এখানে অনেক বৈচিত্র্যতা রয়েছে। খুব কাছ থেকে জাহাজ, নদীর ঢেউ, প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্যই এই ব্যবস্থা করেছি। এর মাধ্যমে পর্যটকরা নদীর সব পয়েন্ট ঘুরে দেখতে পারবেন।
প্রথম পর্যায়ে প্রান্তিক মেরিনের এই দুটি বোটে করে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কর্ণফুলী নদীতে বেড়ানো যাবে বলে জানিয়েছে মালিক পক্ষ।
খোলা-মেলা থাকায় বোটে বসেই দেখা যাবে কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা ১৬টি ঘাটে পণ্য ওঠা-নামার দৃশ্য। সে সাথে দেখা মিলবে বন্দরের জেটিতে ভেড়ানো জাহাজ ।
ইঞ্জিন চালিত নৌকা কিংবা সাম্পান নিয়ে কর্ণফুলী নদীতে ভ্রমণ করা গেলেও এই বোট গুলোতে উপভোগ্য হয়ে উঠবে নদী যাত্রা। তেমনি উপভোগ করা যাবে বর্ষার বৃষ্টি কিংবা শীতের কুয়াশা।
আরও পড়ুন: উৎপাদন বেড়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে
কর্ণফুলীতে ঘুরতে আসা রিয়াজ উদ্দিন বলেন, এই বোট গুলো অন্যান্য বোট থেকে অনেকটা বড়। যার কারণে উপভোগ করতে পারা যাবে, একটু ভিন্ন রকমভাবে। পর্যাপ্ত জায়গা থাকার কারণে এ বোটগুলোতে উঠে বেশ অন্যরকম লাগছে।
পর্যটক শামীম আহমেদ বলেন, এ বোটের পরিবেশও ভালো। কোনো ধরনের ঝুঁকি নেই। সব মিলিয়ে কর্ণফুলীকে নিজের মতো উপভোগ করার মতো একটি প্ল্যাটফর্ম।
]]>