<![CDATA[
কে হবেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী? এ নিয়ে চলছে নানা ধরনের জল্পনা-কল্পনা। তবে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৮ মে) নতুন মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্দারামাইয়ার নাম ঘোষণা করবেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গ । অন্যদিকে উপমুখ্যমন্ত্রী হবেন শিবকুমার।
আগামী শনিবার (২০ মে) তারা শপথ নেবেন বলে জানা গেছে। খবর এনডিটিভির।
ভারতের কর্ণাটক রাজ্যের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয় কংগ্রেস। কিন্তু এই জয়ের পরও স্বস্তি ছিল দলটির নেতাদের। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন এ নিয়ে দফায় দফায় আলোচনায় বসছিলেন তারা। অবশেষে চার দিন পর তারা এই সিদ্ধান্তে পৌঁছান।
এর আগে মঙ্গলবার (১৬ মে) দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন রাহুল গান্ধী। এরই মধ্যে মুখ্যমন্ত্রীর পদে নিজেদের আগ্রহের কথা জানিয়েছেন রাজ্য কংগ্রেসে দুই হেভিওয়েট নেতা সিদ্দারামাইয়া এবং ডি কে শিবকুমার। শুধু তাই নয় কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার জন্য দিল্লিতেও গেছেন তারা।
আরও পড়ুন: কর্ণাটকের মুখ্যমন্ত্রী হতে দেনদরবার করতে দিল্লিতে সিদ্দারামাইয়া-শিবকুমার
২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্দারামাইয়া। রাজ্যের সংখ্যালঘু এবং দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তার। শুধু তাই নয়, তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় নেই কোনো দুর্নীতির অভিযোগও। যদিও জনতা দল, জেডিএসএর পাঠ চুকিয়ে তিনি এখন কংগ্রেস নেতা। অন্যদিকে, ডি কে শিবকুমার বরাবরই কংগ্রেসের প্রতি অনুগত। ছিলেন দুঃসময়ে দলের কান্ডারি। সাংগঠনিক দক্ষতার দিক দিয়েও রয়েছে তার সুনাম।
]]>