Skip to content

কলকারখানা পরিদর্শন অধিদফতরে নতুন ডিজি | বাংলাদেশ

কলকারখানা পরিদর্শন অধিদফতরে নতুন ডিজি | বাংলাদেশ

<![CDATA[

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন।

বৃহস্পতিবার (১৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ জুট মিলস করপোরেশনে (বিজেএমসি) নতুন চেয়ারম্যানসহ রদবদল আনা হয়েছে আরও দুটি সংস্থার শীর্ষ পদে।

 

স্বাস্থ্য অধিদফতরের সংযুক্ত অতিরিক্ত সচিব সাইফুল্লাহিল আজমকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিচালক করা হয়েছে।

 

বাংলাদেশ জুট মিলস করপোরেশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা স্থাপন’ শীর্ষক প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ। 

আরও পড়ুন: অতিরিক্ত সচিব পদে ১১৪ কর্মকর্তার পদোন্নতি 

অন্যদিকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিচালকের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদকে ভূমি সংস্কার বোর্ডের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।

 

বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক নিয়োগ পেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলির আদেশাধীন নুরুন নাহার হেনা।

 

খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খুরশিদ ইকবাল রেজভীকে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক করা হয়েছে।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *