<![CDATA[
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিবলু মিয়া নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে।
সিলেট পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল শিবলু মিয়া চুনারুঘাট উপজেলার দুধপাতিল গ্রামের রমিজ উল্লার ছেলে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে চুনারুঘাট থানার উপ পরিদর্শক (এসআই) প্রিয়তোষ দাশ শিবলুর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার কনস্টেবল শিবলুকে সিলেট থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: নারী পুলিশ সদস্যকে ধর্ষণের পর ভিডিও ধারণ, কনস্টেবল বরখাস্ত
এদিকে বিষয়টির বিস্তারিত তথ্য তুলে ধরবেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা জানান তিনি।
জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি দুধপাতিল গ্রামের বাসিন্দা ও গাজীপুর হাইস্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির একটি ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কনস্টেবল শিবলুর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন ওই ছাত্রীর পিতা। পরে শিবলু মিয়া গ্রেফতার করা হয়।
]]>