Skip to content

কাঁকড়া ধরার অনুমতি নিয়ে হরিণ শিকার, দুই জেলে আটক | বাংলাদেশ

কাঁকড়া ধরার অনুমতি নিয়ে হরিণ শিকার, দুই জেলে আটক | বাংলাদেশ

<![CDATA[

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে কাঁকড়া ধরার অনুমতি নিয়ে হরিণ শিকার এবং বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে দুই জেলেকে আটক করেছেন বন বিভাগের সদস্যরা।

বৃহস্পতিবার (২০ জুলাই) দিবাগত রাত ২টার দিকে গহিন সুন্দরবনের আন্দারমানিক খালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই বোতল বিষ, ৫টি হরিণ শিকারের ফাঁদ, নিষিদ্ধ ভেষালী জাল, ২০ কেজি কাঁকড়া ও দুটি নৌকা জব্দ করা হয়।

আটক দুই জেলে হলেন: খুলনা জেলার কয়রা থানার ছোট আংটিহারা গ্রামের মৃত সিরাজুল গাজীর ছেলে সাদ্দাম গাজী ও মজিদ মোড়লের ছেলে নূরুল হুদা।
 

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বনস্টেশন অফিসার (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে বন বিভাগের সদস্যরা শুক্রবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গহিন সুন্দরবনের আন্দারমানিক খালে অভিযান চালিয়ে দুই জেলেকে আটক করে।

আরও পড়ুন: সাতক্ষীরার ক্ষত এখনও শুকায়নি

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ.কে.এম ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক জেলেদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *