Skip to content

কাতার বিশ্বকাপে হাত ধরে হাঁটলেও জেল? | ফুটবল বিশ্বকাপ

কাতার বিশ্বকাপে হাত ধরে হাঁটলেও জেল? | ফুটবল বিশ্বকাপ

<![CDATA[

বিশ্বকাপের আয়োজক হওয়ার পর থেকেই বিতর্ক যেন পিছু ছাড়ছে না কাতারের। টাকা ছিটিয়ে আয়োজক হওয়া থেকে শুরু করে বিশ্বকাপ চলাকালে আয়োজক দেশটির নানা বিধিনিষেধ জারি করা নিয়েও রয়েছে তুমুল বিতর্ক।

বিশ্বকাপের সময় আয়োজক দেশে বিশ্বের বিভিন্ন প্রান্তের নানা ধর্মের নানা মতাদর্শের মানুষের সম্মিলন ঘটে। তবে কাতার বিশ্বকাপে বেশ ঝামেলাই পোহাতে হচ্ছে সমর্থকদের। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে খোলামেলা পোশাক পরে বাইরে বের হলেই জেলে যেতে হবে!

এছাড়া শুরুতে স্টেডিয়ামে অ্যালকোহল পান করা নিয়ে শিথিলতা থাকলেও হঠাৎ করেই জানানো হয়েছে সেটিও নিষিদ্ধ।

কাতার মুসলিম প্রধান দেশ হওয়ায় সমকামী সম্প্রদায়ও নিজেদের নিরাপত্তা নিয়ে সন্দিহান। ফুটবলের জমজমাট লড়াই উপভোগ করতে কাতারে আসা সমর্থকদের কাছে এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কি কি করা যাবে আর যাবে না!

আরও পড়ুন: অপেক্ষা শেষ, রোববার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের

এ প্রসঙ্গে কাতার বিশ্বকাপের সিইও নাসের আল খাতের বলেন, দেখুন আমরা শুরু থেকে বলে এসেছি যে, এখানে সবাইকে স্বাগতম। তবে আমাদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে সবাইকে অনুরোধ জানাচ্ছি। 

তবে বিশ্বকাপের প্রধান নির্বাহীর এমন মন্তব্যের পরও আশ্বস্ত হতে পারছে না মানুষ। কেউ কেউ এমন প্রশ্নও করছেন, হাত ধরে হাঁটা যাবে তো? 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *