<![CDATA[
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে সাকিব আল হাসানের পর দল পেলেন বাংলাদেশের আরেক ক্রিকেটার লিটন দাস। মন্ট্রিয়ল টাইগার্স সাকিবকে দলে ভিড়িয়েছে আইকন ক্রিকেটার হিসেবে। এদিকে লিটনের ঠিকানা নতুন দল সারে জাগুয়ার্স।
গ্লোবাল টি-টোয়েন্টির তৃতীয় আসরে একের পর এক তারকা ক্রিকেটারদের দলে ভেড়াচ্ছে দলগুলো। সাকিব-লিটন ছাড়াও এবারের গ্লোবাল টি-টোয়েন্টিতে দল পেয়েছেন বেশকিছু তারকা ক্রিকেটার। ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, মোহাম্মদ রিজওয়ান, শোয়েব মালিক, কলিন মুনরো, হরভজন সিং, অ্যালেক্স হেলস, রাইলি রুশো, সন্দ্বীপ লামিচানে।
এবারের আইপিএলেও সুযোগ পেয়েছিলেন লিটন দাস। কলকাতার হয়ে একটি ম্যাচও খেলেছিলেন টাইগার এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এবার কানাডায় খেলার সুযোগ পেলেন তিনি।
আরও পড়ুন: কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন সাকিব
সবশেষ ২০১৯ সালে এই লিগ অনুষ্ঠিত হয়েছিল। সেবার এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল ব্র্যাম্পটন উলভস। মাঝে করোনা মহামারির কারণে তিন বছর গ্লোবাল টি-টোয়েন্টি লিগের কোনো আসর অনুষ্ঠিত হয়নি।
মঙ্গলবার (১৩ জুন) টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হয়। সেখানে মার্কি ক্যাটাগরিতে সাকিব ও রাসেলকে দলে ভিড়িয়েছে মন্ট্রিয়ল টাইগার্স। গ্লোবাল টি-টোয়েন্টির এবারের আসরে মোট ৬টি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করবে। ১৮ দিনের এই আসরে সবমিলিয়ে ম্যাচ হবে ২৫টি। আগামী ২০ জুলাই থেকে শুরু হবে মাঠের লড়াই। ৬ আগস্ট ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।
]]>