Skip to content

কিশোরগঞ্জে কৃষি খামার শ্রমিকদের ১৩ দফা দাবিতে মানববন্ধন | বাংলাদেশ

কিশোরগঞ্জে কৃষি খামার শ্রমিকদের ১৩ দফা দাবিতে মানববন্ধন | বাংলাদেশ

<![CDATA[

বেতন বৃদ্ধিসহ ১৩ দফা দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সরকারি কৃষি খামারে কর্মরত শ্রমিকদের সংগঠন কৃষি খামার শ্রমিক ফেডারেশন।

রোববার (২৩ জুলাই) সকালে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কিশোরগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের সামনে এ মানববন্ধন কর্মসূচিরে আয়োজন করা হয়।

এ সময় বক্তারা বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বেশ কিছু প্রতিষ্ঠান সরকারি সকল সুবিধা পেলেও কৃষি খামার শ্রমিকরা সকল প্রকার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। একই প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজ করেও শ্রমিকদের বেতন বাড়ছে না, তাদের নিয়মিতকরণ হচ্ছে না, সরকারি কর্মকর্তারা ইচ্ছামাফিক শ্রমিক ছাঁটাই ও কাজ দিচ্ছেন, শ্রমিকরা ছুটি ভোগ করতে পারে না, চিকিৎসা ভাতা পায় না, এ সকল দাবি বাস্তবায়নের লক্ষ্যে কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন ১৩ দফা দাবি আদায়ে লক্ষ্যে ১০ দিন ব্যাপী কর্মসূচি চলবে।

আরও পড়ুন: কৃষি খামার শ্রমিকদের ১৩ দফা দাবিতে মানববন্ধন

মানববন্ধনে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন কিশোরগঞ্জ শাখার সভাপতি  দিপু মিয়া বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা মনে করি সরকার দ্রুতই আমাদের দাবিগুলো মেনে নিবে।

পাট গবেষণা ইনস্টিটিউটে ৩৭ বছর ধরে শ্রমিক হিসেবে চাকরিরত  হাফেজ মো. নূর উদ্দিন জানান, আমরা বর্তমানে ৫৫০ টাকা দৈনিক মজুরি পাই, এটাকে ১ হাজার টাকা করতে হবে। বছরে ছুটি পাই ৩০দিন এটাকে ৬০ দিনে বৃদ্ধি করতে হবে।  অনিয়মিত শ্রমিকদেরকে নিয়মিত করত হবে ও বৈশাখী ভাতা দিতে হবে।

আরও পড়ুন: পাউবোর প্রকৌশলীকে মারধরের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

এ সময় বক্তব্য দেন- বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন কিশোরগঞ্জ শাখার সভাপতি দিপু মিয়া, সহসভাপতি লাল মিয়া,সাধারণ সম্পাদক দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য নজরুল ইসলাম, মুঞ্জু মিয়া, আরজু মিয়াসহ অন্যরা।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *