<![CDATA[
কিশোরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় জিসাদ রহমান (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও দু’জন।
শুক্রবার (৫ মে) বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবপুর ইউনিয়নের সাদুল্লা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর জিসাদ রহমান নান্দাইল পৌরসদরের ভূঁইয়া পাড়া গ্রামের মৃত আবুল ইসলামের ছেলে। তিনি নান্দাইল শহীদ স্মৃতি সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।
আরও পড়ুন: রংপুরে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তরিকুল ইসলাম জানান, বন্ধুদের সঙ্গে জিসাদ রহমান জুমার নামাজ পড়তে কিশোরগঞ্জের পাগলা মসজিদে আসেন। জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে সাদুল্লা নামক স্থানে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলে জিসাদ রহমানের মৃত্যু হয় ও অপর দুই বন্ধু আহত হন। দুর্ঘটনায় আহতদের কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
]]>