Skip to content

কুমিল্লায় ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার | বাংলাদেশ

কুমিল্লায় ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার | বাংলাদেশ

<![CDATA[

কুমিল্লায় পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা ড্রোন, গুগল পিক্সেল-থ্রি মোবাইল, মানিব্যাগ, ভিসা কার্ড ও মাস্টার কার্ড উদ্ধার করা হয়।

বুধবার (৩১ মে) মধ্যরাতে কুমিল্লা দাউদকান্দি উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (০১ জুন) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান।

গ্রেফতাররা হলেন, দাউদকান্দি উপজেলার মাইজপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে রাকিব (২৩), উত্তর সাতানন্দি গ্রামের আবদুল রাজ্জাক বেপারীর ছেলে জয় (২৭), বলদাখাল গ্রামের মঞ্জু মিয়ার ছেলে শান্ত (২৮), উত্তর সাতানন্দি গ্রামের মন্টু মিয়ার ছেলে সোহাগ (২৭), সবজিকান্দি গ্রামের মোমিন মিয়ার ছেলে জাহিদ হাসান (৩১) এবং দোনারচর গ্রামের মাইজউদ্দিনের ছেলে আলাউদ্দিন (৩৭)।

পুলিশ জানায়, গত ৩০ মে মধ্যরাতে তৌকি ইয়াসির তার স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল করে ঢাকা যাচ্ছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে যানজটে থাকা অবস্থায় দুইজন ছিনতাইকারীর কবলে পড়েন তারা। ছিনতাইকারীরা সুইচ গিয়ার ও ছুরি দেখিয়ে একটি গুগল পিক্সেল-থ্রি মোবাইল, ভিসা কার্ড, মাস্টার কার্ড ও নগদ টাকাসহ মানিব্যাগ, তৌকির স্ত্রীর একটি স্যামসাং মোবাইল ফোন এবং একটি ড্রোন ছিনিয়ে নেয়। ঘটনার সময় তৌকির হেলমেটে ক্যামেরা সংযুক্ত থাকায় ছিনতাইকারীদের কার্যক্রম ভিডিও রেকর্ড হয়।

আরও পড়ুন: কুমিল্লায় পাইপগানসহ ৫ ছিনতাইকারী গ্রেফতার

এ ঘটনায় ইয়াছির দাউদকান্দি থানায় অভিযোগ করলে পুলিশ সে ভিডিওর সূত্র ধরে ছিনতাইকারী মো. রাকিব ও জয়কে তাদের নিজ বাসা থেকে গ্রেফতার করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, লুণ্ঠিত মালামাল শান্ত, সোহাগ ও জাহিদের কাছে আছে। আসামিদের দেয়া তথ্য অনুযায়ী, শান্তকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। এ সময় শান্তর বাসা থেকে ছিনতাই করা ড্রোন, সোহাগের কাছ থেকে গুগল পিক্সেল-থ্রি মোবাইল ও জাহিদের কাছ থেকে ভেতরে থাকা টাকা ও কার্ডসহ মানিব্যাগ উদ্ধার করা হয়।

একই রাতে দুলাল মিয়া নামের এক পিকআপ চালকের কাছ থেকে তুজারভাঙ্গা বাগানবাড়ীর সামনের রাস্তা থেকে দুইজন সুইচ গিয়ার ছুরি দেখিয়ে একটি মোবাইল ও নগদ ৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। আশপাশের সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে আসামি আলাউদ্দিনকে তার দোনারচরের বাসা থেকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে লুণ্ঠিত মোবাইল এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।

এ বিষয়ে কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান জানান, আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসামি রাকিবের নামে ১৩টি, সোহাগের ১১টি, জয়ের ৭টি, জাহিদের ৩টি ছিনতাই ও ডাকাতির প্রস্তুতি মামলা এবং আলাউদ্দিনের বিরুদ্ধে এরআগে ১৪টি মামলা রয়েছে।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *