Skip to content

কুমিল্লায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা | বাংলাদেশ

কুমিল্লায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা | বাংলাদেশ

<![CDATA[

কুমিল্লা উত্তর জেলা বিএনপির ‘পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খাঁন সোহেলসহ দুই শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে চান্দিনা থানার অফিসার উপপরিদর্শক (এসআই) তাপস দাস বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওন, সাধারণ সম্পাদক কাজী আরশাদসহ কুমিল্লা উত্তর জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপির ৩৬ নেতাকর্মীকে আসামি করা হয়। এ ছাড়াও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১৭০ জনকে।

বিএনপির কর্মীদের সূত্রে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার দড়ানিপাড়া এলাকায় অবস্থান নেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। সেখানে পুলিশি বাধায় স্থান ত্যাগ করে মহাসড়কের চান্দিনা-মুরাদনগর উপজেলার সীমান্তবর্তী গোমতা এলাকায় অবস্থান নেন তারা। সেখানেও বাধা পেয়ে দেবীদ্বার ও চান্দিনা উপজেলার সীমান্তবর্তী কুটুম্বপুর-খাদঘর এলাকা থেকে দুই সহস্রাধিক নেতাকর্মী ‘পদযাত্রা’ শুরু করলে আবারও বাধা দেয় পুলিশ।

আরও পড়ুন: সিরাজগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন

এদিকে দফায় দফায় পুলিশি বাধার মুখে পড়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন বিএনপি নেতাকর্মীরা। এক পর্যায়ে পুলিশ ও বিএনপি নেতার্কমীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় পুলিশ রাবার বুলেট নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে বিএনপির অন্তত ৩০জন নেতাকর্মী আহত হয়। 

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া সময় সংবাদকে জানান, আমরা শান্তিপূর্ণভাবে পদযাত্রা শুরু করেছিলাম। পুলিশ আমাদের ওপর হামলা করে। পরে আবার আমাদের নেতাকর্মীদের নামে মামলা করেছে।

এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান সময় সংবাদকে বলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির পদযাত্রা করে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদেরকে বাধা দেয়। এ সময় নেতাকর্মীরা পুলিশের উপর চড়াও হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়েছে। এ ঘটনায় হাবীব উন নবী খান সোহেলকে প্রধান আসামিসহ ৩৬ জনের নাম উল্লেখ করে এবং ১৩০ জনের মত অজ্ঞাতনামায় মামলা দায়ের করা হয়েছে।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *