Skip to content

কুড়িগ্রামে ডিজিটাল আইনে ইউনিয়ন যুবদল নেতা গ্রেফতার | বাংলাদেশ

কুড়িগ্রামে ডিজিটাল আইনে ইউনিয়ন যুবদল নেতা গ্রেফতার | বাংলাদেশ

<![CDATA[

ডিজিটাল নিরাপত্তা আইনে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় সাইদুল ইসলাম নামে এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ মে) সকালে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার যুবদল নেতা কচাকাটা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৮ মে) রাতে তাকে গ্রেফতার করা হয়।

এজাহার সূত্রে জানা গেছে, যুবদল নেতা সাইদুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যঙ্গ করে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ফেসবুকে নানা বিষয়ে মিথ্যা প্রচারণা চালাতেন। বিষয়টি কচাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কচাকাটা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আতাউর রহমানের নজরে আসে। বিকেলে কচাকাটা থানায় গিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন তিনি। এরপর রাতেই সাইদুলকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন:   ফখরুলের শঙ্কা / আন্তর্জাতিক মহলে কূটনীতিতে দেশ একঘরে হয়ে যেতে পারে

কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় যুবদল নেতা সাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সাইদুল ইসলামকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে জানান তিনি।
 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *