Skip to content

কুড়িগ্রামে ব্যাডমিন্টনের ফাইনাল অনুষ্ঠিত | বাংলাদেশ

কুড়িগ্রামে ব্যাডমিন্টনের ফাইনাল অনুষ্ঠিত | বাংলাদেশ

<![CDATA[

টানটান উত্তেজনার মধ্য দিয়ে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়ে গেল ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় টিম রোয়ার ও রানার্সআপ হয় তিতাস টেলিকম। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে দেয়া হয় ১০ হাজার টাকা ও ট্রফি এবং রানারসআপ দলকে দেয়া হয় ৭ হাজার টাকা ও ট্রফি। এছাড়া প্রত্যেক খেলোয়ারকে দেয়া হয় একটি করে গাছ।

যুব সমাজকে মাদকের ভয়াবহ থাবা থেকে সরিয়ে রাখতে কুড়িগ্রাম বাইকারস ক্লাব ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট কমিটি ২ সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করে। জেলা শহরের কলেজ মোড়স্থ কুড়িগ্রাম সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের মিডিয়া পার্টনার সময় টেলিভিশন লিমিটেড।

আরও পড়ুন: মাদকমুক্ত সমাজ গড়তে কুড়িগ্রামে ব্যাডমিন্টন প্রতিযোগিতা

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় গত ৩ ফাইনাল খেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আকরাম হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আহসান হাবীব নিলু ও কুড়িগ্রাম বাইকারস ক্লাবের প্রতিষ্ঠাতা মাহমুদ হোসেন মারুফসহ অন্যরা। দেশের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের যুব সমাজকে খেলার মতো সুস্থ বিনোদনের মাধ্যমে মাদক থেকে দুরে রাখার প্রত্যয়ে এ আয়োজন বলে জানায় আয়োজকরা।

টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারায় উচ্ছ্বসিত খেলোয়াড়রা। এতে উঠতি যুবকদের ব্যাপক সাড়া পাওয়ায় আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের কথা জানান আয়োজকরা। খেলায় বিজয়ী দলের প্রতি খেলোয়াররা জানান, বিজয়ী হওয়াটা বড় কথা নয়। এমন আয়োজনে অংশগ্রহণ করতে পারাটাই খুশির বিষয়।

প্রতিযোগীতার আয়োজক ও বাইকার ক্লাবের প্রতিষ্ঠাতা মাহমুদ হোসেন মারুফ জানান, তরুণদের ব্যাপক সাড়া পেয়েছি। প্রতি বছর ব্যাডমিন্টনের এ আয়োজন করা হবে। যাতে করে তরুণ সমাজ মাদকের নেশার দিকে না ঝুঁকে খেলার মতো সুস্থ বিনোদনমুখী হতে পারে।

আরও পড়ুন: শীতের খেলা ব্যাডমিন্টন

কাজিউল ইসলাম জানান, কুড়িগ্রাম জেলার তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের উচ্ছ্বাস থেকে আমিও আনন্দিত।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *