<![CDATA[
কুয়েতের সিভিল আইডি সিস্টেমে দুই লাখ বিশ হাজার পুরনো সিভিল আইডি জমা রয়েছে। এর ৭০ শতাংশই ১৮ ও ২২ নম্বর আকামাধারী প্রবাসীদের। মঙ্গলবার (৮ আগস্ট) স্থানী সংবাদমাধ্যমে এই তথ্য প্রকাশিত হয়েছে।
খবরে বলা হয়েছে, অনেকের সিভিল আইডি কার্ড দীর্ঘদীন থেকে পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন (পিএসিআই) বক্সে পড়ে আছে। পুরাতন কার্ডগুলো মূল্যবান জায়গা দখল করে রাখার কারনে নতুন করে সিভিল আইডি কার্ড ইস্যু বাধাগ্রস্ত হচ্ছে।
পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন (পিএসিআই) কর্তৃপক্ষের মহাপরিচালক মনসুর আল-মুতিনের বরাত দিয়ে স্থানীয় দৈনিক আল রাই-এর প্রতিবেদনে আরও বলা হয়, তিন মাসের পূর্বে পিএসিআই বক্স থেকে সিভিল আইডি না নিলে তা বাতিল হয়ে যেতে পারে। বাতিল হয়ে গেলে নতুন করে আবার আবেদন করতে হবে। সেক্ষেত্রে দিতে হবে জরিমানা।
আরও পড়ুন: কুয়েতে পরিবারের সদস্যদের নেয়ার সুযোগ পাবেন প্রবাসীরা!
বর্তমানে ডেলিভারি অবকাঠামোকে অতিরিক্ত মেশিন দিয়ে শক্তিশালী করার পরিকল্পনা করেছে পিএসিআই। এই সম্প্রসারণটি কার্ড বিতরণের একটি বৃহত্তর ভলিউম মিটমাট করার জন্য প্রস্তুত করা হয়েছে, যা বর্তমানে চালু থাকা ১০০টি মেশিনের বিদ্যমান বহরের পরিপূরক।
সিভিল আইডি ইস্যু করার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে এবং কার্ডধারীদের দাবি পূরণ করতে কর্তৃপক্ষ গত ২৩ মে’র আগে জমা দেয়া কার্ড ইস্যু বন্ধ করার ব্যবস্থা নিয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য ইতালিতে সম্ভাবনার দুয়ার খুললো
উল্লিখিত তারিখের পর থেকে কয়েক দিন ব্যবধানে কার্ড ইস্যু করা হচ্ছে। বর্তমানে নতুন করে যাদের আকামা নবায়ন করা হচ্ছে তারা সিভিল আইডি কার্ড কয়েক দিনের ব্যবধানে পাচ্ছেন।
]]>