<![CDATA[
লিওনেল মেসির পর আর্জেন্টিনার বর্তমান দলের সবচেয়ে বড় তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। তার গোলেই ঘুচেছে আলবিসেলেস্তেদের দীর্ঘ শিরোপাখরা। তিনটি বিশ্বকাপ খেলা ডি মারিয়া যদি ফিট থাকেন, তবে কাতার বিশ্বকাপেও লিওনেল স্ক্যালোনির পরিকল্পনার অনেকটা জুড়ে থাকবেন বিশ্বের অন্যতম সেরা এই উইঙ্গার।
নাম: অ্যাঞ্জেল ফাবিয়েন ডি মারিয়া
জন্ম: ফেব্রুয়ারি ১৪, ১৯৮৮, রোসারিও
ক্লাব:য়্যুভেন্তাস
পজিশন: উইঙ্গার/ অ্যাাটকিং মিডফিল্ডার
জাতীয় দলের জার্সি নম্বর: ১১
বিশ্বকাপে অংশগ্রহণ:চতুর্থবার (২০১০, ২০১৪, ২০১৮, ২০২২)
আর্জেন্টাইনরা আজও আফসোস করে ২০১৪ বিশ্বকাপের ফাইনালের আগে অ্যাঞ্জেল ডি মারিয়ার ইনজুরি পড়া নিয়ে। সেদিন তিনি থাকলে হয়ত বিশ্বকাপের শেষটা অমন বেদনাবিধুর হতো না দুবারের চ্যাম্পিয়নদের। বড় ম্যাচে যে মঞ্চের আলোটা নিজের দিকে টেনে নিতে বড্ড পছন্দ তার।
তবে আফসোসের কিছুটা ঘুচিয়েছেন ২০২১ কোপা আমেরিকার ফাইনালে। তার একমাত্র গোলেই যে দীর্ঘ ২৯ বছরের শিরোপাখরা ঘুচেছে আলবিসেলস্তেদের। এক শিরোপায় যে নতুন করে জেগেছে দলটা। বিশ্বকাপের মঞ্চে যাচ্ছে হট ফেবারিট তকমা লাগিয়ে।
তবে বিশ্বকাপে তার খেলা নিয়ে কিছুটা শঙ্কা আছে এখনও। চলতি মৌসুমে য়্যুভেন্তাসে যোগ দেয়ার পর থেকেই ইনজুরির সঙ্গে সখ্য তার। বিশ্বকাপে তাই হয়ত কোচ ডি মারিয়াকে খেলাবেন হিসাব করে।
আরও পড়ুন: বিশ্বকাপ জিতবে ব্রাজিল, বলছে অক্সফোর্ডের গবেষণা
রোসারিও সেন্ট্রালের হয়ে ক্যারিয়ার শুরু করা ডি মারিয়া ২০০৭ সালে যোগ দেন পর্তুগিজ ক্লাব বেনফিকায়। ২০১০ বিশ্বকাপে তার পারফরম্যান্স দরজা খুলে দেয় বড় দলে খেলার। সে বছরই যোগ দেন রিয়াল মাদ্রিদে। লা লিগার জায়ান্টদের হয়ে ২০১৪ সালে জেতেন চ্যাম্পিয়ন্স লিগ। ২০০২ সালের পর এটিই লস ব্লাঙ্কোসদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ। লা দেসিমা তথা মাদ্রিদের দলটির দশম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচও হন তিনি।
রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের বছরেই ডি মারিয়া পাড়ি জমান ম্যানচেস্টার ইউনাইটেডে। সেখানে ব্যর্থ মৌসুম শেষে লিগ ওয়ানের দল পিএসজিতে যোগ দেন ডি মারিয়া।
প্যারিসের দলটির হয়ে দীর্ঘ সাত বছরে দারুণ পারফর্ম করে জেতেন বেশ কয়েকটি লিগ শিরোপাসহ অন্যান্য শিরোপা। অবশেষে ক্লাবটির সঙ্গে চুক্তি শেষে চলতি মৌসুমে তিনি পাড়ি জমান ইতালিয়ান জায়ান্ট য়্যুভেন্তাসে।
আরও পড়ুন: ইতিহাসের সাক্ষী হওয়ার অপেক্ষায় খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
আর্জেন্টিনার জার্সিতে ডি মারিয়ার অভিষেক ২০০৮ সালে। দলটির হয়ে তিনটি বিশ্বকাপসহ খেলেছেন কোপা আমেরিকা ও অন্যান্য টুর্নামেন্টেও। ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনাকে সেমিফাইনালে তুলতে ভালো অবদান ছিল তারও।
২০২১ কোপা আমেরিকার আসরে ২৯ বছর পর শিরোপা জেতে আলবিসেলেস্তেরা। সে আসরে ফাইনালে ব্রাজিলের বিপক্ষে জয়সূচক একমাত্র গোলটিও করেন তিনি। ৩৪ বছর বয়সী তারকা কাতারেই খেলছেন ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।
]]>