Skip to content

কোথাও যাচ্ছেন না এমবাপ্পে, খুশি আছেন পিএসজিতেই | খেলা

কোথাও যাচ্ছেন না এমবাপ্পে, খুশি আছেন পিএসজিতেই | খেলা

<![CDATA[

গত মৌসুমেই পিএসজি ছাড়ার কথা ছিল কিলিয়ান এমবাপ্পের। তবে রিয়াল মাদ্রিদের প্রস্তাবে শেষ মুহূর্তে না করেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড। ২০২৪ সাল পর্যন্ত চুক্তি বাড়ান পিএসজির সঙ্গেই। এক মৌসুম পরে আবারও হুট করেই উঠেছে এমবাপ্পের দল ছাড়ার গুঞ্জন।

পিএসজিতে চলতি মৌসুমটা বেশ দারুণ কেটেছে এমবাপ্পের। দলকে ইউরোপ সেরার ট্রফি জেতাতে না পারলেও ব্যক্তিগত অর্জনে ঠিকই নিজেকে অনন্য রেখেছেন। মেসি-নেইমারের মতো তারকাকে টপকে এই মৌসুমেও জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরষ্কার। তবে হুট করেই মঙ্গলবার (১৩ জুন) গুঞ্জন ওঠে পিএসজি ছাড়তে চান এমবাপ্পে।

 

গুঞ্জনটা ঠিক এমবাপ্পের ক্লাব ছাড়ার নয়। ফরাসি কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২৪ সালের পর নাকি পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করতে চান না এমবাপ্পে। এই বিষয়টিই নাকি ক্লাব কর্তৃপক্ষে আনুষ্ঠানিক পত্র দিয়ে জানিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা।

 

আরও পড়ুন: ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবেন না মেসি!

 

এমবাপ্পের এই চিঠি দেয়ার ঘটনার পরপরই শুরু হয় আরও গুঞ্জন। কারণ চুক্তি নবায়ন না করলে এই মৌসুম পরে ফ্রি এজেন্ট হয়ে যাবেন এমবাপ্পে। সেক্ষেত্রে লোকসানে তাকে ছাড়তে হবে পিএসজির। তবে গ্রীষ্মকালীন দলবদলে তাকে বেঁচে দিলে কিছুটা লাভ থাকবে দলটির। এই চিন্তা থেকেই মূলত নতুন নতুন গুঞ্জন আসছে।

 

এমবাপ্পের পিএসজি ছাড়ার গুঞ্জন যখন চাওর, তখন তাতে ঘি ঢেলেছে ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়ান। তারা জানিয়েছে, রিয়াল মাদ্রিদে আবারও ফিরতে চান ফরাসি তারকা। এবার আর চুপ করে থাকতে পারেননি এমবাপ্পে।

 

আরও পড়ুন: মেসির সতীর্থ হওয়ার বিষয়টি বিশ্বাস হচ্ছে না রোনালদোভক্ত গারনাচোর

 

লা প্যারিসিয়ানের সংবাদকে সরাসরি মিথ্যা বলে দিলেন ফরাসি তারকা। মঙ্গলবার নিজের টুইটার থেকে একটি পোস্ট করে এমবাপে জানিয়েছেন, তার ব্যাপারে প্রচারিত এই সংবাদ মিথ্যা। তিনি আরও জানিয়েছেন, পিএসজিতে বেশ খুশি আছেন তিনি।

 

লা প্যারিসিয়ানের সংবাদে রিটুইট করে এমবাপ্পে লিখেছেন, ‘এগুলো মিথ্যা। এগুলো যতো ছড়ায়, ততোই গুজব আরও বড় হয়। আমি আগেই বলেছি, আগামী মৌসুমেও পিএসজিতে থাকব। এখানে আমি খুশি আছি।’ 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *