Skip to content

কোহলিকে প্রথম কাঁদতে দেখলেন ভোগলে | টি-টোয়েন্টি বিশ্বকাপ

কোহলিকে প্রথম কাঁদতে দেখলেন ভোগলে | টি-টোয়েন্টি বিশ্বকাপ

<![CDATA[

ভারত নয়, বরং বিরাট কোহলির কাছেই হেরে গেছে পাকিস্তান। অনেক সমালোচনার জবাব কোহলি ব্যাট হাতে দিয়েছেন ৮২ রানের অপরাজিত ইনিংস খেলে। যা তার ক্যারিয়ার সেরা বলে নিজেই জানিয়েছেন এ ব্যাটিং বিস্ময়। এমন একটা ইনিংস খেলে আবেগে ভেসেছেন কোহলি, আর আনন্দে ভাসিয়েছেন সমর্থকদের। কোহলিকে প্রথমবার কাঁদতে দেখেছেন ভারতের ক্রিকেট উপস্থাপক হার্শা ভোগলে।

বিরাট কোহলিও তবে মানুষ। ভিন গ্রহের ক্লোন কিংবা রবোটিক সত্তা তার ওপর ভর করে কেবল মাঠের লড়াইয়ে! ম্যাচ শেষে তিনি অতি সাধারণ। আর তাই কোহলিকেও আবেগ ছুঁয়ে যায়। ক্যারিয়ার সেরা ইনিংসের পর আঁখি পটে তাইতো আসে অশ্রু ফোঁটা।

ম্যাচ শেষে রোববার (২৩ অক্টোবর) ক্রিকেট উপস্থাপক হার্শা ভোগলে টুইটারে লিখেছেন, ‘কোহলিকে কত বছর ধরে দেখছি। এই প্রথম ওর চোখে অশ্রু দেখলাম। এটা ভোলার নয়।’

জয়ের জন্য শেষ ১৮ বলে প্রয়োজন ৪৮ রান। এমন কঠিন সমীকরণকে সহজ করে দলের জয় নিশ্চিত করেছেন কোহলি। ৬ চার ও ৪ ছক্কার মারে ৫৩ বল মোকাবিলায় পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তিনি অপরাজিত ছিলেন ৮২ রানে।

আরও পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচে ‘নো বল বিতর্ক’ উস্কে দিলেন শোয়েব

এমন একটা ম্যাচ খুব সহজেই স্মৃতিপট থেকে মুছে যায় না। রোহিত শর্মা তো চাইলেও ভুলতে পারবেন না আজীবন। গত বিশ্বকাপের পর সবশেষ এশিয়ার কাপেও চিরশত্রুদের কাছে হারে কোণঠাসা ছিলেন ভারত কাপ্তান। তিনি উদ্ধার হয়েছেন কোহলিতে। দ্বিধা ভুলে কাঁধে উচিয়ে ধরেছেন বিশ্বসেরাকে।

এদিন শুধু এমসিজির ৯০ হাজার দর্শক নয়, বরং ভারতের শতকোটি দর্শকের চাপ নিয়েই মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। সে চাপ সামলাতে গিয়ে শুরুতেই ব্যাকফুটে রোহিতের দল। তবে তখনো উইকেটে কোহলি ছিলেন বলেই ম্যাচ পাণ্ডুলিপিতে বিজয়ের গল্প।

টি-২০ তে ১৫৫ স্ট্রাইকরেটে বহু ম্যাচ খেলেছেন ভিরাট। তবে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটার মাহাত্ম্য ভিন্ন। ঠিক যেমন অন্য সময়ে হাঁকানো চার ছক্কার চাইতে ম্যাচের ১৯তম ওভারে হারিস রাউফের বলে ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি। ৮ বলে ২৮ রানের ব্যবধান কমিয়ে নিয়ে গেছেন ৬ বলে ১৬ রানে। খেলার গতিপথ ঐখান থেকেই যে বদলে দিয়েছেন কোহলি।

আরও পড়ুন: বিপর্যস্ত পাকিস্তানের ড্রেসিংরুমে প্রাণ ফেরালেন বাবর

বিরাট কোহলির নট আউট ৮২ রানের ইনিংসটায় শুধু পাকিস্তান হারেনি; এ স্কোরের মধ্যদিয়ে হেরে গেছেন রোহিত শর্মাও। কারণ ভারত কাপ্তানকে টপকেই যে তিনি এখন আন্তর্জাতিক টি-২০’র সর্বোচ্চ রান সংগ্রাহক। ১০২ ইনিংসে ৫১.৯৭ গড়ে কোহলির রান ৩,৭৯৪। তালিকার দুইয়ে নেমে যাওয়া রোহিত ৩১.৭০ গড়ে ১৩৫ ইনিংসে করেছেন ৩৭৪১ রান। একই সঙ্গে টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলা কোহলির সর্বোচ্চ ইনিংসও এটি।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *