Skip to content

কোহলি-গম্ভীরের আরও বড় ধরনের শাস্তি চান গাভাস্কার | খেলা

কোহলি-গম্ভীরের আরও বড় ধরনের শাস্তি চান গাভাস্কার | খেলা

<![CDATA[

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও লখনৌ সুপার জায়ান্টস ম্যাচে বিবাদে জড়িয়েছিলেন বিরাট কোহলি ও গৌতম গম্ভীর। এ ঘটনায় দুজনকে ১০০ শতাংশ জরিমানা করেছে আয়োজক কর্তৃপক্ষ। তবে দেশটির সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার তাদের আরও বড় ধরনের শাস্তি চান।

গাভাস্কার বলেন, ‘বিসিসিআইকে নিশ্চিত করতে হবে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে। প্রয়োজন হলে তাদের কঠিন শাস্তি দিতে হবে। খেলায় প্রতিযোগিতা থাকবে। তবে সেটা খেলার মধ্যেই থাকতে হবে। ওই ম্যাচে যে ঘটনা ঘটেছে সেটা খুবই লজ্জাজক। তাদের এই ধরনের ঘটনা উঠতি ক্রিকেটারদের ভুল বার্তা দেবে।’

আরও পড়ুন: ক্ষণে ক্ষণে মোড় নেয়া ম্যাচে দিল্লির জয়

আইপিএলে এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়। ২০০৮ সালের আইপিএলে মুম্বাই-পাঞ্জাব ম্যাচেও সাবেক ক্রিকেটার হরভজন সিং ও শ্রীশান্তের মধ্যে বিবাদ হয়েছিল। হরভজন তো ওই ম্যাচে শ্রীশান্তের গালে চড়ও বসিয়ে দিয়েছিলেন। যার জন্য অনেক দিন ধরে নিষেধাজ্ঞায় থাকতে হয় তাকে। তবে এমন ঘটনার জন্য পরে অনুশোচনা করেন তিনি। বিরাট-গম্ভীরও একটা সময় এ ঘটনার জন্য অনুশোচনা করবে বলে মনে করেন হরভজন।

তিনি বলেন, ‘এটা এখানেই থামবে না। বিতর্ক চলতেই থাকবে। কার দোষ, কার দোষ নয়, এটা মানুষ চর্চা করতেই থাকবে। ২০০৮ সালে আমার আর শ্রীশান্তের ঘটনার পর আমরাদেরও এমন পরিস্থিতিতে পড়তে হয়েছিল। তখন অবশ্য বিষয়টিকে আমার দিক থেকে ঠিক মনে করেছিলাম। তবে, ১৫ বছর পর এসে এ ঘটনা ঘটানোর জন্য আমি অনেক লজ্জাবোধ করছি। তখন আমি যা করেছিলাম পুরোপুরি ভুল ছিল। আমি জানি বিরাট-গম্ভীরও এ ঘটনার জন্য পরে অনুশোচনা করবে।’

আরও পড়ুন: এমন ঘটনা ক্রিকেটের জন্য ভালো নয়: হরভজন সিং

বিরাট-গম্ভীর দুজনই ভারতের কিংবদন্তি ক্রিকেটার। তাদের এমন ঘটনায় অস্থিরতা বিরাজ করছে ভারতের ক্রীড়াঙ্গনে। তাই দ্রুতই তাদের মধ্যে সকল সমস্যার সমধান করে ফেলার দাবি সাবেকদের।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *