Skip to content

ক্যামেরুনে ভূমিধস, অন্ত্যেষ্টিক্রিয়াস্থলেই প্রাণ গেল ১৪ জনের | আন্তর্জাতিক

ক্যামেরুনে ভূমিধস, অন্ত্যেষ্টিক্রিয়াস্থলেই প্রাণ গেল ১৪ জনের | আন্তর্জাতিক

<![CDATA[

ক্যামেরুনের রাজধানী ইওয়ান্দেতে একটি অন্ত্যেষ্টিক্রিয়াস্থলে ভূমিধসে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৭ নভেম্বর) এ ঘটনা ঘটে। সোমবার (২৮ নভেম্বর) এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

অঞ্চলটির গভর্নর নাসেরি পল বিয়া এক সংবাদ সম্মেলনে জানান, মরদেহগুলো কেন্দ্রীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে এখনো উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।  

প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে বলেছেন, ২০ মিটার উঁচু মাটির ড্যামের গোড়ায় একটি ফুটবল পিচে অন্ত্যেষ্টিক্রিয়ায় বহু মানুষ অংশ নিয়েছিল। সেখানেই ভূমিধসের ঘটনা ঘটে। 

আরও পড়ুন: ইতালির ইসচিয়া দ্বীপে ভূমিধস, ৮ জনের মৃত্যু

ইওয়ান্দেতে আফ্রিকার অন্যতম স্যাঁতসেঁতে শহর এবং এটি কয়েক ডজন খাড়া পাহাড়বেষ্টিত।  

চলতি বছর ভারি বৃষ্টির কারণে বেশ কয়েকটি বিধ্বংসী বন্যার কবলে পড়েছে ক্যামেরুন, যা অবকাঠামোগত ক্ষতি করেছে। পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে হাজারো মানুষ। 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *