Skip to content

ক্যাম্প ন্যু’য়ের বিদায় ম্যাচে বার্সেলোনার সহজ জয় | খেলা

ক্যাম্প ন্যু'য়ের বিদায় ম্যাচে বার্সেলোনার সহজ জয় | খেলা

<![CDATA[

আগামী মৌসুমে ক্যাম্প ন্যু’তে আর খেলবে না বার্সেলোনা। তার আগে রোববার (২৮ মে) ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচে মায়োর্কাকে ৩-০ গোলে উড়িয়ে স্মরণীয় করে রাখল লা লিগার চ্যাম্পিয়নরা।

ক্যাম্প ন্যু’তে নিজেদের শেষ ম্যাচ। পাশাপাশি দলের দুই ফুটবলারেরও বার্সার জার্সিতে ঘরের মাঠে শেষ ম্যাচ। এমন এক স্মরণীয় দিনে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। ম্যাচ শুরুর মাত্র ৫৩ সেকেন্ডেই গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন আনসু ফাতি।

এরপর লেভানডোভস্কির পাস থেকে ম্যাচের ২৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ফাতি। দ্বিতীয় হাফে ম্যাচের ৭০ মিনিটে গাভি গোল করলে বার্সার বড় জয় নিশ্চিত হয়। তবে এদিন সবাই অপেক্ষা ছিল ক্যাম্প ন্যুতে বার্সার শেষ ম্যাচ দেখার। আগামী মৌসুমে এই মাঠে আর ম্যাচ খেলবে না বার্সেলোনা। স্টেডিয়াম সংস্কারের জন্য আগামী মৌসুমের পুরো সময়টা এই মাঠ খেলার উপযোগী থাকবে না।

আরও পড়ুন: রদ্রিগো ম্যাজিকে সেভিয়াকে হারাল রিয়াল 

তবে ২০২৪-২৫ মৌসুম থেকে আবারো নতুন সংস্করণে স্টেডিয়াম গঠনের পর এ মাঠে খেলবে বার্সেলোনা। তখন এ স্টেডিয়ামে আরও ভিআইপি আসন যোগ করা হবে। পাশাপাশি দর্শকদের ধারণ ক্ষমতার আসনও বাড়ানো হবে।

এদিকে ম্যাচের শেষ বাঁশি বাজার পর বার্সেলোনার খেলোয়াড়রা মাঠে নেমে আসে। সবাই হাততালি দিয়ে দর্শকদের সম্মান জানান। পাশাপাশি কাতালান ক্লাবটির স্মরণীয় কিছু পারফরম‍্যান্স দেখানো হয় স্ক্রিনে। এরপর বার্সার সব খেলোয়াড়রা আলবা ও বুসকেতসকে নিয়ে তাদের বিদায় উদযাপন করে। চলতি মৌসুম শেষে আলবা ও বুসকেতস দুইজনই বার্সেলোনা ছেড়ে দিচ্ছেন।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *