Skip to content

ক্রিকেটার মারুফার এসএসসি জয় | বাংলাদেশ

ক্রিকেটার মারুফার এসএসসি জয় | বাংলাদেশ

<![CDATA[

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ৪.০৬ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার।

শুক্রবার (২৮ জুলাই) এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়। মারুফা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। 

মারুফা বলেন, খেলা ও অনুশীলনের কারণে পড়াশোনা সেভাবে করা সম্ভব হয়নি। পরীক্ষা শেষে মনে হয়েছিল ফলাফল খুব একটা ভালো হবে না। কিন্তু রেজাল্ট শুনে আমি খুবই খুশি হয়েছি। খেলাধুলার পাশাপাশি আমি অবশ্যই লেখাপড়া চালিয়ে যেতে চাই। 

মারুফা বাবা মো. আইমুল্লাহ বলেন, ‘মেয়ে আমার খেলাধুলা করেও যে ভালো রেজাল্ট করছে তাতে আমি অনেক খুশি। আপনারা দোয়া করবেন যাতে আমার মেয়ে আরও উচ্চতর শিক্ষিত হতে পারে।’
 

আরও পড়ুন: মারুফাকে দেখে অনুপ্রাণিত ভারতীয় ক্রিকেটাররাও

মারুফার মা মর্জিনা বেগম বলেন, ‘আমরা চিন্তাই করিনি মারুফা এত ভালো রেজাল্ট করবে। আমরা পরিবারের সবাই অনন্দিত।’

মারুফার ভাই আল-আমিন বলেন, ‘মারুফাকে আমি সব সময় বলেছি খেলাধুলার পাশাপাশি পড়ালেখাও করতে হবে। মারুফা আমার কথা রেখেছে, সে পরীক্ষায় ভালো রেজাল্ট করছে, আমি গর্বিত।’ 

মারুফার প্রতিবেশী নুর আলম বলেন, ‘মারুফা পড়ার বিভিন্ন মাঠে ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতো, এনিয়ে অনেকই কটু কথা পর্যন্ত বলেছে। তারাই এখন মারুফার খেলা দেখে গর্ব করে।’ 

মারুফার বাড়ি নীলফামারী জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাদিখোল গ্রামের মাস্টারপাড়ায়।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *