<![CDATA[
খুলনার লবণচরা এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত মো. রাজু শেখকে গ্রেফতার করেছে র্যাব-৬।
রোববার (২০ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রূপসা ব্রিজ এলাকা থেকে রাজু নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গত ৪ নভেম্বর শিশুটিকে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে বললে অভিযুক্ত রাজু ওই শিশুকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরে ভুক্তভোগী শিশু অসুস্থ হয়ে পড়লে ১৯ নভেম্বর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা। ঘটনা জানতে পেরে শিশুটির বাবা বাদী হয়ে নগরীর লবনচরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। গ্রেফতার রাজুকে লবণচরা থানায় হস্তান্তর করেছে র্যাব।
আরও পড়ুন: শিশু ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেফতার
রোববার সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব-৬ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোসতাক আহমেদ এ তথ্য জানান।
]]>