Skip to content

গড়াই নদীতে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার | বাংলাদেশ

গড়াই নদীতে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার | বাংলাদেশ

<![CDATA[

কুষ্টিয়ার গড়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৪ ঘণ্টা পর হাসান (১৫) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে তার মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। হাসান শহরের কমলাপুর ওয়াজেদ আলী নূরানি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও শহরতলীর বটতৈল ইউনিয়ন এলাকার রাশিদুল ইসলামের ছেলে।

গোসল করতে নামা সহপাঠী আব্দুল আহাদ বলেন, ‘শহরতলীর মঙ্গলবাড়িয়া বাঁধের কাছে তারা চার বন্ধু মিলে বেলা পৌনে ১২টায় গোসল করতে নামে। তারা সবাই সাঁতার জানতো। এরমধ্যে হঠাৎ ডুব দিয়ে আর ওঠেনি হাসান।’

আরও পড়ুন: ঝালকাঠিতে নদীতে গোসল করতে নেমে মাদ্রাসাছাত্র নিখোঁজ

তারা খুঁজে না পেয়ে আশপাশের লোকদের খবর দেয়। পরে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসে। এদিকে এ ঘটনায় নদীর ধারে কান্নায় ভেঙে পড়েন নিখোঁজ ছাত্রের পরিবারের লোকজন ও তার সহপাঠীরা।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম বলেন, ‘নিজস্ব ডুবুরি দল না থাকায় খুলনা ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে এবং এরইমধ্যে স্থানীয় ডুবুরি দলকে সঙ্গে নিয়ে নিখোঁজের সন্ধান করতে নামলে চার ঘণ্টা পর ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।’

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *