Skip to content

গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত: কামরুল ইসলাম | রাজনীতি

গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত: কামরুল ইসলাম | রাজনীতি

<![CDATA[

বিএনপি-জামায়াত বিদেশি অপশক্তিকে সঙ্গে নিয়ে গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে সাভারের নলাগড়িয়া ইবতেদায়ি মাদ্রাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, এক-এগারোর কুশীলবরা যতই সক্রিয় হোক, দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে একাত্তরের মতো ঐক্যবদ্ধ হয়ে তাদের পরাজিত করতে হবে।

 

আরও পড়ুন: আওয়ামী লীগ নির্বাচন শুরু করে দিয়েছে: মির্জা ফখরুল

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে বিশ্ববাসী শ্রদ্ধার চোখে দেখে জানিয়ে সাবেক এ খাদ্যমন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্রকারীরা বলে বাংলাদেশ নীরবে শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থা এতটা খারাপ নয়। বাংলাদেশ যে বৈশ্বিক সংকট মোকাবিলা করছে, শেখ হাসিনার নেতৃত্বে সেই সংকট দ্রুতই কেটে যাবে।’

 

বিদ্যুতের সংকট ঠিক হয়ে আসছে জানিয়ে কামরুল ইসলাম বলেন, আগামী ১০-১৫ দিনের মধ্যেই এই সংকট পুরোপুরি ঠিক হয়ে যাবে।

 

আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, অতীতেও দেশের মানুষ কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *