<![CDATA[
গাইবান্ধায় কাভার্ডভ্যান-অটোরিকশার মুখোমুখি সংষর্ষে অটোচালক রফিকুল ইসলাম নিহত হয়েছেন। এ সময় অটোরিকশায় থাকা এক যাত্রীও আহত হয়েছেন বলে জানিয়েছে গাইবান্ধা সদর থানা পুলিশ।
রোববার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার ৭৫ নম্বর রেলগেট সংলগ্ন বালুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে পাখায় কাটা পড়ে চালকের মৃত্যু
রফিকুল ইসলাম জেলার সাদুল্লাপুর উপজেলার কিশামত হামিদ গ্রামের খবির উদ্দিনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার উপপুলিশ পরিদর্শক মো. সানোয়ার হোসেন জানান, গাইবান্ধা-লক্ষ্মীপুর সড়ক দিয়ে একটি অটোরিকশা দুজন যাত্রী নিয়ে যাচ্ছিল। পথে বালুয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা কুরিয়ার সার্ভিসের একটি কার্ভাডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
আরও পড়ুন: টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
এতে অটোচালক রফিকুল ইসলাম ও এক যাত্রী হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় চালক পালিয়ে গেলেও চালকের সহকারী ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে বলে জানান মো. সানোয়ার হোসেন।
]]>