গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পর্শে সোহেল রানা শাহিন (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (০৫ নভেম্বর) উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সোহেল রানা শাহিন একই গ্রামের মো. ইউনুস আকন্দের ছেলে।
স্থানীয়রা জানান, শাহিন পুকুরে পানি শুকানোর জন্য বিদ্যুৎচালিত পাম্প লাগায়। সব কিছু ঠিক করে মেশিনের তার প্লাগে লাগাতে গেলে লিকেজ থেকে তিনি স্পৃষ্ট হন।
আরও পড়ুন: রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে প্রাণ গেল পাখির
পরে সোহেলকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ছাপরহাটি ইউনিয়নের চেয়ারম্যান শ্রী কনক কুমার।