Skip to content

গাজীপুরে সড়কে ঝরল দুই যাত্রীর প্রাণ | বাংলাদেশ

গাজীপুরে সড়কে ঝরল দুই যাত্রীর প্রাণ | বাংলাদেশ

<![CDATA[

গাজীপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

রোববার (১১ জুন) সকালে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের ফুলবাড়িয়া বাজার এলাকার খেজুর গাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, এ ঘটনায় চালক পালিয়ে গেলেও আটক করা হয়েছে ট্রাকটি।

স্থানীয়দের বরাত দিয়ে সোহেল রানা জানান, ভোরে কালিয়াকৈর থেকে একটি ট্রাক মাওনার দিকে আসছিল। এসময় বিপরীত দিকে থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। গুরুতর আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *