Skip to content

গাজীপুর সিটি নির্বাচন: মায়ের টেবিলঘড়ি নিয়ে মাঠে জাহাঙ্গীর | বাংলাদেশ

গাজীপুর সিটি নির্বাচন: মায়ের টেবিলঘড়ি নিয়ে মাঠে জাহাঙ্গীর | বাংলাদেশ

<![CDATA[

মনোনয়ন বাতিলের পর গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়রের মাকে ছায়াপ্রার্থী করে নির্বাচনে লড়ে যাচ্ছেন জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার (০৯ মে) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলামের কাছ থেকে প্রতীক বরাদ্দের পর টেবিলঘড়ি নিয়ে ঘরে ফিরেন তারা। এ সময় তাদের কর্মী সমর্থকরা মিছিল করেন।

এর আগে, নৌকা প্রতীক গ্রহণ করে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাড.আজমত উল্লা খান নগরীর বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় সমর্থনকারীদের নিয়ে স্লোগান করতে করতে রাস্তায় নেমে পড়েন অন্য স্বতন্ত্র প্রার্থীরাও।

৮ মেয়র প্রার্থীর মাঝে এবং ৭৭টি সংরক্ষিত আসন এবং ২৩৯টি সাধারণ সদস্য পদে প্রতীক বরাদ্দ দেয়া হয়। মেয়র প্রার্থী আজমত উল্লাহ খান নৌকা, সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন টেবিলঘড়ি, বিএনপি ঘরানার রনি সরকার হাতি, জাতীয় পার্টির এম এম নিয়াজউদ্দিন লাঙল, জাকের পার্টির রাজু আহমেদ গোলাপ ফুল এবং স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদ ঘোড়া প্রতীক পান। আর এরপরই শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা । ভোট গ্রহণের ৩২ ঘণ্টা আগ পর্যন্ত এ প্রচার চলবে।

২৫ মে গাজীপুর সিটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আচরণ বিধিমালা মেনে প্রচার চালাতে প্রার্থীদের অনুরোধ জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। আচরণ বিধি লঙ্ঘন করে প্রচার চালালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আরও পড়ুন: গাজীপুর সিটি নির্বাচন: প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা

নৌকা প্রতীক পেয়ে আজমত উল্লাহ খান বলেন, ‘আনুষ্ঠানিকভাবে জেলা রিটার্নিং কর্মকর্তা আমার হাতে নৌকা প্রতীক তুলে দেন। আমরা আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলাম। অবশ্যই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকব। দেশের প্রচলিত যে আইন আছে সেই আইন মেনে আমরা আমাদের প্রচারণা চালাব।’ তিনি গাজীপুর সিটি করপোরেশনের ভোটারদের প্রতি গাজীপুরকে একটি সমৃদ্ধ ও আধুনিক সিটি করপোরেশন নগরী হিসেবে গড়ে তুলতে নৌকা প্রতীকে ভোট দেয়ার আকুল আহ্বান জানান।

সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন বলেন, ‘আমাকে টেবিল ঘড়ি মার্কা দেয়া হয়েছে। আমি সবার কাছে ভোট চাই। এবং আমি ও আমার ছেলের পাশে ভোটারদের থাকার অনুরোধ জানাই।’

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *