Skip to content

গুঞ্জনে পানি ঢেলে অনুশীলনে এমবাপ্পে | খেলা

Image

<![CDATA[

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পিএসজিতে ফিরেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। নতুন মৌসুম শুরুর আগে ছুটি কাটিয়ে পার্ক দে প্রিন্সেসে ফিরে অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। শুধু অনুশীলন নয়, জিমেও ঘাম ঝড়িয়েছেন বিশ্বকাপজয় ফরাসি এই তারকা। রিয়ালে যাওয়ার যে গুঞ্জন উঠেছিল, অনুশীলনে ফিরে সে গুঞ্জনে রীতিমতো পানি ঢেলে দিয়েছেন এই ফরাসি ফুটবলার।

একটা সাজানো গোছানো সংসার ভেঙে যাওয়ার পর্যায়ে। ফরাসি ক্লাব পিএসজি লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে, এই ত্রয়ীতে ভর করে কত না স্বপ্ন বুনেছিল। চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন একেবারে বিভোর করে রেখেছিল দলটাকে। কিন্তু একটা ঝড় লন্ডভন্ড করে দিয়েছে সব। প্যারিসিয়ানদের সঙ্গে সম্পর্ক শেষ করে লিও এখন যুক্তরাষ্ট্রে অভিষেকের অপেক্ষায়।

মেসির পর জোর গুঞ্জন ছিল ক্লাব ছাড়বেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র আর পিএসজির আক্রমণ ভাগের নির্ভরতার প্রতীক কিলিয়ান এমবাপ্পেও। ইউরোপিয়ান গণমাধ্যমগুলো রীতিমতো ছয়লাপ ছিল এমবাপ্পের ট্রান্সফার সাগা নিয়ে। কিলিয়ান নাকি পাড়ি জমাবেন রিয়াল মাদ্রিদে। এবার সে গুঞ্জনে পানি ঢেলে দিলেন এমবাপ্পে। পিএসজিতে যোগ দিয়ে সতীর্থদের সঙ্গে মাঠে ও জিমে ঘাম ঝড়ালেন তিনি।

আরও পড়ুন: সঙ্গী মেসি-এমবাপ্পে, তাও ব্যর্থ হওয়ার কারণ জানালেন নেইমার 

শুধু কিলিয়ান এমবাপ্পেই নয়, তার ভাইও অনুশীলনে যোগ দিয়েছেন। পিএসজির ইয়থ একাডেমিতে খেলেন কিলিয়ান এমবাপ্পের ভাই ইথান এমবাপ্পে। ২০২২ সাল থেকে ইথান পিএসজির ইয়থ একাডেমীতে খেলছেন।

কিলিয়ান এমবাপ্পে ও তার ভাই ইথান এমবাপ্পে।  ছবি :টুইটার 

এবারের প্রাক-মৌসুমে তিনটি ম্যাচ খেলবে পিএসজি। আগামী ২৫ জুলাই (মঙ্গলবার) তাদের প্রথম ম্যাচ রোনালদোর ক্লাব আল নাসরের বিপক্ষে। এরপর ২৮ জুলাই জাপানের ক্লাব সেরেজো ওসাকার সাথে এবং আগামী ১ আগস্ট সেই জাপানেই ইন্টার মিলানের বিপক্ষে প্রাক-মৌসুমের শেষ ম্যাচ খেলবে ফরাসি চ্যাম্পিয়নরা।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *