Skip to content

গোপনে ঢাকায় এসেছিলেন জ্যাক মা! | আন্তর্জাতিক

গোপনে ঢাকায় এসেছিলেন জ্যাক মা! | আন্তর্জাতিক

<![CDATA[

সম্প্রতি ঢাকায় এসেছিলেন চীনা ই–কমার্স জায়ান্ট আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। ঢাকায় সংক্ষিপ্ত সফর শেষে বিশেষ ফ্লাইটে নেপাল যান তিনি। পরে পাকিস্তান হয়ে উজবেকিস্তানেও যান তিনি। নেপালি ও পাকিস্তানি সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা গেছে।

নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট নেপালের ইমিগ্রেশন দপ্তরের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ঢাকা হয়ে একটি বিশেষ ফ্লাইটে করে গত মঙ্গলবার (২৭ জুন) কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন জ্যাক মা।

 

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক ঝালাক্রাম অধিকারী নিশ্চিত করেছেন, বেলা আড়াইটার দিকে জ্যাক মাকে বহনকারী বিশেষ ফ্লাইটটি ত্রিভুবন বিমানবন্দরে অবতরণ করে।

 

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএএন) তথ্য কর্মকর্তা জ্ঞানেন্দ্র ভূল জানান, জ্যাক মাকে নিয়ে বাংলাদেশ থেকে যাওয়া বিমানটিতে মোট ৬ জন ক্রু ছিল। 

 

আরও পড়ুন: জ্যাক মা এবার অধ্যাপনায়

 

বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে একটি বিলাসবহুল হোটেলের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (সেলস) মো. ওয়ালিদ শামীম রোববার (২ জুলাই) জ্যাক মার সঙ্গে একটি গ্রুপ ছবি তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ঢাকা সফরে জ্যাক মাকে স্বাগত জানানো ছিল অত্যন্ত সম্মানের ব্যাপার।’

 

এদিকে একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট বলেছে, নেপালের অল্প কয়েকজন কর্মকর্তাই জ্যাক মার সফর সম্পর্কে জানতেন। তবে দেশটির প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর ব্যক্তিগত সহকারীরা জানিয়েছেন, প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল এবং অর্থমন্ত্রী প্রকাশ শরণ মাহাতোর সঙ্গে দেখা করার জন্য আগেই অনুরোধ জানিয়েছিলেন জ্যাক মা।

 

পাকিস্তানি সংবাদমাধ্যম পাকিস্তান অবজার্ভারের প্রতিবেদনে বলা হয়, পরে জ্যাক মা ২৯ জুন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছান। সেদিনই তিনি লাহোর সফর করেন। পরের দিন (৩০ জুন) তিনি ব্যক্তিগত বিমানে করে উজবেকিস্তানের উদ্দেশে রওনা হন।  

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *