<![CDATA[
কোচ গোলাম রব্বানী ছোটনের পদত্যাগ ইস্যুতে তৎপর বাফুফে। নারী ফুটবলের সাফল্যের রূপকারকেই দায়িত্বে রাখতে চায় ফুটবল ফেডারেশন। এমনটাই জানিয়েছেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
যদিও ছোটনের কাছ থেকে বাফুফে এখনও আনুষ্ঠানিক কোনো চিঠি পায়নি। মূলত অনিয়মিত বেতন ও স্বাধীনভাবে কাজ না করতে পারাই রব্বানীকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে জানা গেছে।
আরও পড়ুন: অবসরে যাচ্ছেন সাফজয়ী কোচ ছোটন
কথায় আছে সম্মান পেতে হলে আগে সম্মান দিতে হয়। যে মানুষটি দেশকে একটার পর একটা ট্রফি উপহার দিয়েছেন, তিনি তার প্রাপ্য সম্মানটুকু কতটা পেয়েছেন, সেটি প্রশ্নের মুখে উঠে আসতেই পারে।
এদিকে ক্লান্তির বিষয়টি সামনে এনে নারী দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন কোচ গোলাম রব্বানী ছোটন। এর পর ঘুম ভাঙে ফুটবল কর্তাদের। তোড়জোড় বাড়ে বাফুফের।
দুপুরেই ফেডারেশনে আসেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। যোগাযোগ করা হয় এই সফল কোচের সঙ্গে। বিষয়টি নিয়ে কথা বলতে ফেডারেশনে ডাকা হয় ছোটনকে। তবে নারী উইংয়ের ডাকে সাড়া দেননি তিনি। যোগাযোগ হয়েছে ফোনে। এর মাঝে নারী ফুটবলার এবং সহকারী কোচের সঙ্গে বৈঠক করেছেন নারী উইংয়ের চেয়ারম্যান।
প্রতিক্রিয়া জানতে বাফুফে ভবনে অপেক্ষা গণমাধ্যমের। ফেডারেশনে আসেন সভাপতি কাজী সালাহউদ্দিনও। এরপর কিরণ-সালাউদ্দিনের রুদ্ধদ্বার বৈঠক। সারা দিন অপেক্ষায় রাখার পর নিয়ম রক্ষা করতে গণমাধ্যমের সামনে আসেন মাহফুজা আক্তার কিরণ। অল্প কথায় জানান বাফুফের অবস্থান।
মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘ছোটন ভাইয়ের সঙ্গে কথা বলেছি ফোনে। তিনি আমাকে ক্লান্তির কথা বলেছেন। অনেক বেশি ক্লান্ত দেখে ছোটন ভাই কাজ করতে চাচ্ছেন না, থাকতে চাচ্ছেন না। আমি বিষয়টি বাফুফের সভাপতিকে জানিয়েছি। এখন যা সিদ্ধান্ত নেয়ার ফেডারেশন নেবে।’
জানা গেছে, আর্থিক কারণ ছাড়াও কোচের ওপর অন্য কর্তাদের খবরদারি নিয়ে অখুশি রব্বানী। টেকনিক্যাল ডিরেক্টর ছাড়াও ফিজিক্যাল ট্রেইনার ইভান রাজলকের আচরণে মনঃক্ষুণ্ন ছোটন। যে কারণে মানসিক চাপ নিয়ে কাজ করা কঠিন বলেও জানিয়েছেন কোচ। এদিকে বেশ কয়েকজন ফুটবলার অকালে অবসরের ঘোষণা দিয়েছেন, যা নিয়ে কথা বলেনি ফেডারেশন।
আরও পড়ুন: অপেক্ষা করেন, আরও অনেক মেয়ে খেলা ছেড়ে দেবে
এ বিষয়ে জানা গেছে, ফিফার অর্থ আটকে থাকায় নারী ফুটবলারদের দু-মাসের বেতন দিতে পারেনি বাফুফে। সঙ্গে সাফের পর অন্য দেশগুলো ম্যাচ আয়োজন করতে পারলেও ব্যর্থ বাংলাদেশ। এসব কারণে ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন জয়িতারা।
]]>