<![CDATA[
মাদারীপুরের শিবচরে গোয়াল ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আসন্ন কোরবানি ঈদে বিক্রির জন্য রাখা গবাদিপশু রক্ষা করতে গিয়ে দগ্ধ হয়েছেন মজিবর হাওলাদার (৬৫) নামে এক কৃষক।
বুধবার (১৪ জুন) রাত ১০টার দিকে শিবচর উপজেলার পৌরসভার চরশ্যামাইল এলাকায় এ ঘটনা ঘটে। ওই কৃষকের শরীরের ৭৫ ভাগই দগ্ধ ছিল। রাতেই তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ মজিবর হাওলাদার ওই এলাকার আব্দুর রব হাওলাদারের ছেলে।
জানা গেছে, মজিবর হাওলাদারের গোয়াল ঘরে তিনটি গরু ও একটি ছাগল বাধা ছিল। মশা দূর করতে সেখানে কয়েল জ্বালিয়েছিলেন তিনি। রাত ১০টার দিকে হঠাৎ করেই গোয়াল ঘরে আগুন দেখতে পান মজিবর। এ সময় গবাদিপশু বাঁচাতে গোয়ালঘরে ঢুকে গরুর বাঁধন খুলে দেয়ার চেষ্টা করেন তিনি। একটি গরুর বাঁধন খুলে দিতে পারলেও নিজের শরীরে আগুন ধরে গেলে তিনি দ্রুত বের হয়ে আসেন।
আরও পড়ুন: গৃহবধূ মিমের অগ্নিদগ্ধের ঘটনা সাজানো নাটক, দাবি পুলিশের
পরে পরিবারের লোকজন তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন মজিবরকে।
অগ্নিদগ্ধ ব্যক্তির ভাই লাভলু হাওলাদার বলেন, কোরবানিতে বিক্রির জন্য দুটি বড় গরু ছিল। আগুনে মারা গেছে। আমার ভাই গরু বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে গেছে। রাতেই তাকে ঢাকায় নেয়া হয়েছে।
মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো.ইব্রাহিম বলেন, রাতেই তাকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট হসপিটালে পাঠানো হয়েছে। তার শরীরের ৭৫ ভাগই দগ্ধ ছিল।
]]>