Skip to content

ঘরের দেওয়াল সাজানোর নজরকাড়া ৩টি উপায় | লাইফস্টাইল

ঘরের দেওয়াল সাজানোর নজরকাড়া ৩টি উপায় | লাইফস্টাইল

<![CDATA[

সবাই চায় নিজের ঘরটাকে সাজাতে, নতুন চেহারা দিতে। আর ঘরে ঢুকে প্রথমেই চোখ যায় দেওয়ালের দিকে। তাই দেওয়াল সাজিয়ে পাল্টে ফেলতে পারেন পুরো ঘরের সাজই।

দেওয়ালের সাজের ওপর নির্ভর করে ঘরের শোভা বাড়বে কি না। আর ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে দেওয়াল সাজানোর নজরকাড়া ৩টি টিপস দেয়া হয়েছে। চলুন জেনে নেয়া যাক বিস্তারিত।

ওয়াল ক্ল্যাডিং
দেওয়াল সাজানোর একেবারে নতুন ধারা এটি। ঘরের যেকোনো একটি দেওয়াল জুড়ে করতে পারেন ওয়াল ক্ল্যাডিং। তবে দেওয়ালে জানলা থাকলে ওয়াল ক্ল্যাডিং করা মুশকিলের। ক্ল্যাডিংয়ের জন্য সবচেয়ে উপযুক্ত হলো পাথর। পাথরের ক্ল্যাডিং টেকসই হয় বেশি। একটি দেওয়ালের সঙ্গে রং মিলিয়ে বাকি দেওয়ালগুলোতেও ক্ল্যাডিং করাতে পারেন। ক্ল্যাডিং-পাথর বিভিন্ন রঙের কিনতে পাওয়া যায়। আপনার পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন।

আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে দূরত্ব মিটবে এই ৫ কৌশলে

ওয়ালপেপার
ওয়ালপেপার দিয়ে দেওয়াল সাজানো নতুন নয়। তবে এখনও এই ধরনের সাজ সমান জনপ্রিয়। ক্ল্যাডিংয়ের মতো ওয়াল পেপার লাগাতেও একটা দেওয়াল ফাঁকা রাখা জরুরি। ওয়াল পেপার বিভিন্ন ধরনের পাওয়া যায়। দেওয়ালের আকৃতি এবং ঘরের সাজের ওপর সামঞ্জস্য রেখে ওয়াল পেপার বাছাই করা জরুরি। কোন ঘরের দেওয়ালে ওয়াল পেপার সাঁটছেন, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। রান্নাঘরে যে ওয়ালপেপার ব্যবহার করছেন, শোয়ার ঘরে কিন্তু সেই ওয়াল পেপার করা যাবে না।

আরও পড়ুন: নাক ডাকা বন্ধ করবে ৩ খাবার!

টেক্সচার ওয়াল
অনেকেই বাড়িতেও ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলে টেক্সচার দেওয়াল। দেওয়ালের ওপর প্লাস্টার অফ প্যারিস আর রং দিয়ে করা বিভিন্ন নকশা নজর কাড়ে। ওয়ালপেপারের সঙ্গে টেক্সচার দেওয়ালের তফাত রয়েছে। কারণ টেক্সচার দেওয়াল অনেকে বেশি টেকসই। সেই সঙ্গে সহজে দেওয়াল থেকে উঠেও যায় না।
 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *