<![CDATA[
প্রচণ্ড দাবদাহে যেখানে জীবন হয়ে উঠেছিল অতীষ্ঠ, সেখানে মাত্র এক দিনেই ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে সারা দেশে এখন বিরাজ করছে ঠান্ডা আমেজ। এই পরিবর্তিত আবহাওয়ায় অনেকেই জ্বর, কাশি বা ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন। এমন সমস্যায় যদি আপনিও পড়ে থাকেন, তাহলে আজকের আয়োজন আপনার জন্য।
জ্বর, কাশি বা ঠান্ডাজনিত নানা সমস্যায় আপনি চিকিৎসকের পরামর্শ নয়, নিতে পারেন একটি উদ্ভিদের সাহায্য। ভেষজ এই উদ্ভিদটির নাম বাসক।
ভারতীয় উপমহাদেশে সর্বত্র পাওয়া যায় এই উদ্ভিদটি। নানা ঔষধি গুণে গুণান্বিত এই উদ্ভিদের পাতার কথা বলে বা লিখে শেষ করা যাবে না।
আরও পড়ুন: সিত্রাং ঘূর্ণিঝড়ে নীরব শহর!
হঠাৎ লেগে যাওয়া সর্দি-কাশি দূর করতে এই পাতার রস অনেক উপকারী। এ ছাড়া শ্বাসকষ্ট, জ্বর কমানো, খিঁচুনি, জন্ডিস, দাঁতের সমস্যা, ঘামের গন্ধ দূর, রক্ত পরিষ্কার করতে আয়ুর্বেদ চিকিৎসায় এই পাতার রস ব্যবহার করা হয়ে থাকে।
বাসক পাতা ত্বকের যত্ন নিতেও দারুণ উপকারী। চর্মরোগের চিকিৎসায়ও ম্যাজিকের মতো কাজ করে বাসক পাতার রস। তবে নিয়মিত ২ থেকে ৩টি পাতার বেশি দিয়ে তৈরি রস একদমই খাবেন না। এতে বমির সমস্যা কিংবা পেটের গোলযোগ দেখা দিতে পারে।
]]>