Skip to content

চট্টগ্রামে বন্ধ হচ্ছে সব বিমানের ওঠানামা | বাংলাদেশ

চট্টগ্রামে বন্ধ হচ্ছে সব বিমানের ওঠানামা | বাংলাদেশ

<![CDATA[

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার গতি ক্রমেই বাড়ছে। ধারণা করা হচ্ছে রোববার সকাল ৮টার পর থেকে দুপুর ২টার মধ্যে সেন্টমার্টিন দ্বীপ ও কক্সবাজার জেলা অতিক্রম করবে এটি। ফলে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ওঠানামা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে শনিবার সকাল ছয়টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত সেখানে কোন বিমান ওঠানামা করতে পারবে না। ঘূর্ণিঝড়ের গতিবিধি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।

তিনি জানান, চট্টগ্রামসহ তিন সমুদ্রবন্দরে ৮ নম্বর মহাবিপৎসংকেত জারি করার পর এই পদক্ষেপ নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এর আগে চট্টগ্রাম বন্দরে সর্বোচ্চ সতর্কতা ‘অ্যালার্ট-৪’ জারি করা হয়। সম্ভাব্য বিপদ মোকাবিলায় বন্দর জেটি থেকে সব জাহাজ সাগরে সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। গুটিয়ে নেয়া হয়েছে পণ্য ওঠানো-নামানো ও খালাসের কার্যক্রমও।

 

আরও পড়ুন: সকাল থেকে বরিশালে লঞ্চ চলাচল বন্ধ

এদিকে শুক্রবার (১২ মে) দিবাগত রাত ১টায় কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, রোববার সকাল ৮টার পর থেকে দুপুর ২টার মধ্যে সেন্টমার্টিন দ্বীপ ও কক্সবাজার জেলা অতিক্রম করবে এটি। আর তখন বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় ১৭৫ থেকে ২০০ কিলোমিটার ও দমকা হাওয়াসহ ২৩০ কিলোমিটার পর্যন্ত উঠার প্রবল আশঙ্কা আছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকা ১৫ থেকে ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এছাড়া উপকূলীয় জেলা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৭ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *