Skip to content

চট্টগ্রাম ওয়াসায় আবারও এমডির দায়িত্বে ফজলুল্লাহ | বাংলাদেশ

চট্টগ্রাম ওয়াসায় আবারও এমডির দায়িত্বে ফজলুল্লাহ | বাংলাদেশ

<![CDATA[

অষ্টমবারের মতো চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন এ কে এম ফজলুল্লাহ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এই পুনর্নিয়োগের আদেশ জারি করা হয়েছে।

 

স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ শাখার উপসচিব মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬–এর ২৮ (২) ধারা মোতাবেক এ কে এম ফজলুল্লাহকে তার বর্তমান চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার পর থেকে তিন বছরের জন্য চট্টগ্রাম ওয়াসার এমডি হিসেবে পুনর্নিয়োগ করা হলো।

 

আরও পড়ুন: সপ্তমবারের মতো ঢাকা ওয়াসার এমডি তাকসিম

 

এ কে এম ফজলুল্লাহ ১৯৬৮ সালে ওয়াসার সহকারী প্রকৌশলী হিসেবে নিয়োগ পান। পরে নির্বাহী প্রকৌশলী পদে পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন শেষে ১৯৯৮ সালে অবসর নেন।

 

এরপর ২০০৯ সালের ৮ জুলাই তাকে এক বছরের জন্য চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান করা হয়। পরে চট্টগ্রাম ওয়াসা বোর্ড গঠন হলে তিনি প্রথম দফায় তিন মাসের জন্য ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেলেও পরে সাত দফায় পুনর্নিয়োগ পেয়ে গত ১২ বছর ধরে এ দায়িত্ব পালন করে আসছেন।
 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *