<![CDATA[
এ বছরের শেষে শিরোনামহীনের নতুন অ্যালবাম আসছে বলে জানিয়েছেন লিড ভোকালিস্ট শেখ ইশতিয়াক।
শুক্রবার (২ জুন) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ইমপ্যাথি ২০২৩ কনসার্টের মঞ্চে ওঠার আগে সময় সংবাদকে একথা জানান তিনি।
ইশতিয়াক বলেন, শিরোনামহীন এ বছর নতুন অ্যালবাম লঞ্চ করতে যাচ্ছে। এ অ্যালবাম শিরোনামহীনের পুরোনো সব অ্যালবামের চেয়ে ভিন্ন। অ্যালবামের নাম ‘বাতিঘর’।
আরও পড়ুন: ইমপ্যাথি কনসার্টে মঞ্চ মাতাচ্ছে অ্যাশেজ
কনসার্ট সম্পর্কে তিনি বলেন, কনসার্ট হচ্ছে আমার কাছে হ্যাভেনের মতো। প্রতিটি কনসার্ট আমার কাছে নতুন অভিজ্ঞতা। এমন কনসার্ট যেখানে তরুণরা আসে, আনন্দ করে এবং তাদের সঙ্গে আমি এবং আমার ব্যান্ড আমরাও অনেক আনন্দ করি।
এরপর শিরোনামহীন মঞ্চে ওঠে এবং প্রথমেই তাদের জনপ্রিয় গান জাদুকর গেয়ে মঞ্চ মাতানো শুরু করে।
সন্ধ্যা সাড়ে ৭টার পর জাদুকর গানের মূর্ছনায় আইসিসিবি প্রাঙ্গণ মুখরিত হয়ে যায়। আইসিসিবি ৪নং হলের উপস্থিত হাজার হাজার তরুণ তরুণী চিৎকার করে শেখ ইশতিয়াকের গলায় গলা মিলিয়ে গান গাওয়া শুরু করে। এসময় অনেকেই শিরোনামহীনের জনপ্রিয় বিভিন্ন গানের লিরিক্স প্ল্যাকার্ডে লিখে আনেন।
এর আগে মঞ্চে ওঠে এ প্রজন্মের জনপ্রিয় মিউজিক্যাল ব্যান্ড অ্যাশেজ। তার আগে জনপ্রিয় ব্যান্ড বাংলা সার্কাস, কার্নিভাল, অড সিঙ্গনেচার, গল্প মঞ্চ মাতিয়েছেন।
শিরেনামহীনের পর মঞ্চ মাতাবেন মিউজিকাল ব্যান্ড ওয়ারফেইজ এবং আর্টসেল।
আরও পড়ুন: ইমপ্যাথি কনসার্টে মুখরিত বসুন্ধরা কনভেনশন সিটি
কনসার্টের শুরুতেই মিউজিক্যাল ব্যান্ড ব্লু টাচ বাংলাদেশের একের পর এক গানে মেতে ওঠে আইসিসিবি প্রাঙ্গণ। ইতোমধ্যেই আইসিসিবি প্রাঙ্গণ তরুণ-তরুণীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে।
আইসিসিবি হলের চার নম্বর গেইট খোলা হয় দুপুর ২টায়। আর কনসার্ট শুরু বিকেল দুপুর ৩টা ৩০ মিনিটে। এ কনসার্ট শেষ হবে রাত ১০টায়।
]]>