<![CDATA[
দিনাজপুরের বিরামপুরে চলন্ত ট্রেনে লাফ দিয়ে ট্রেনের নিচে চাপা পড়ে ফিরোজ কবির নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের কোমরের নিচ থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
রোববার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিরামপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
আহত ফিরোজ কবির (৩৫) বিরামপুর পৌর শহরের শান্তিনগর এলাকার ফুল মিয়ার ছেলে।
আরও পড়ুন: দক্ষিণখানে চলন্ত ট্রেন থেকে পড়ে পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু
রংপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক আপেল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
আহতের স্বজন তন্ময় হোসেন বলেন, বেলা ১১টার দিকে দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি বিরতি দেয়। যাত্রী ওঠানামা শেষে ট্রেনটি চিলাহাটির উদ্দেশে ছেড়ে দিলে মানসিক ভারসাম্যহীন ফিরোজ কবির চলন্ত ট্রেনে লাফ দেন।
এ সময় প্ল্যাটফর্মের নিচে পড়ে যান তিনি। এতে ট্রেনে কাটা পড়ে ওই যুবকের কোমরের নিচ থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে ফিরোজ কবির অর্থো সার্জারি বিভাগে চিকিৎসাধীন।
আরও পড়ুন: গাইবান্ধায় কাভার্ডভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শিহাব উদ্দিন বলেন, বর্তমানে ওই যুবক আশঙ্কামুক্ত, আগের তুলনায় তিনি অনেকটাই সুস্থ। তাকে যথোপযুক্ত চিকিৎসা দেয়া হচ্ছে।
]]>