Skip to content

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ | বাংলাদেশ

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ | বাংলাদেশ

<![CDATA[

চাঁদপুরের অর্ধশত গ্রামে বুধবার (২৮ জুন) উদযাপন হচ্ছে ঈদুল আজহা। মঙ্গলবার হজ সম্পন্ন হওয়ায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের অনুসারীরা আজ ঈদ উদযাপন করছেন।

সকাল সাড়ে ৮টায় জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফ ও ফরিদগঞ্জ উপজেলার টোরা মুন্সিরহাট জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। 

 

টোরা মুন্সিরহাট জামে মসজিদ কমিটির সভাপতি শামসুল আমিন মুন্সি জানান, সকাল ঠিক সাড়ে আটটায় ঈদের প্রধান নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা এ এস এম মো. রহমত উল্লাহ।

 

খোঁজ নিয়ে জানা যায়, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এমন রেওয়াজ চালু করেছিলেন জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.)।

 

১৯৩২ সাল থেকে আজও চালু রয়েছে এমন রীতি। তারপর থেকে তার অনুসারীরা ধর্মীয় বিধান মেনে শুধু পবিত্র ঈদুল আজহাই নয়, পবিত্র ঈদুল ফিতরও একই নিয়মে উদ্‌যাপন করছেন।
 

আরও পড়ুন:  কোরবানির পশুর হাট / শেষ দিনে বিক্রির আশায় দড়ি ছাড়ছেন না ব্যবসায়ীরা

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, জাকনী, প্রতাপপুর, বাসারা; ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুরের মুসল্লিরা এক দিন আগে ঈদ পালন করবেন।

এ ছাড়া মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচানী, দেওয়ানকান্দি পাঁচানী, সাতানী, লতুরদী, মোহাম্মদপুর, মোহনপুর, এখলাশপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রামে এক দিন আগে ঈদ উদ্‌যাপন করেন মুসল্লিরা।

 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *